আসসালামু আ'লাইকুম।
অন্তরে অনেক পেরেশানি লাগছে সেজন্যই প্রশ্ন করা।
আমি নি:সন্দেহে আল্লাহর পাপি বান্দা।আমি জেনেরাল ব্যাকগ্রাউন্ড এর মানুষ। দ্বীনের পথে ফেরার চেষ্টায় আছি।হেদায়েত পেয়ে হেদায়েত হারিয়েছি আবারও হেদায়েত পাওয়ার আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।নফসের সাথে যুদ্ধ করে এ পথে টিকে থাকা আমার জন্য কঠিন।কারণ আমার কোনো দ্বীনী সহবত নাই, কারো কাছে যেয়ে প্রশ্ন করবো শেয়ার করব আমি ঠিক পথে আছি কিনা জানতে চাইবো সে উপায়ও নাই।আমার লক্ষ্য আমার নিয়ত সবই হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা।আমার প্রশ্ন টা হলো আমি যখন কোনো গোপন ইবাদাত করি তখন আমার অবচেতন মনে কিছু কথা আসে, আজকে তো আমি অনেক ভালো আমল করলাম,অমুক (মানে যারা জেনেরাল) নিশ্চয়ই করে নাই আমি তার চেয়ে এগিয়ে।কিংবা আমি আল্লাহর কাছে ধরুন দ্বীনের দাই হওয়ার জন্য দোয়া করছি তখন মনে আসলো যে,আমি দ্বীনের দাই হয়ে গেলে অনেক সম্মানিয় হবো,আখিরাতের পথে এগিয়ে যাবো। অমুক দুনিয়াবি কাজে ব্যস্ত আমি আখিরাতের কাজে এগিয়ে।এধরনের ভালো দোয়া আল্লাহর কাছে চাই কিন্তু তার বিপরিতে অন্তরে অন্যকে হেয় করার কথা মনে আসে।
এধরনের কথা অন্তর এ আসে,অথচ আমি জানি যে,আমি যা আমল করছি আদো তা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য তার কোনো নিশ্চয়ইতা নেই।ইনফেক্ট আমি দোয়াও করি জেনেরেল দের জন্য তারা যেন আল্লাহর হেদায়েত এর অন্তর্ভুক্ত হয়।আমি ইস্তেগফার দরুদ ও পড়ছি তাও মনে সুকুন পাচ্ছিনা।খালি মনে হচ্ছে আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য করছিনা,অন্যের চেয়ে নিজেকে বড় দেখানোর জন্য করছি।কিন্তু আমি তা চাইনা আমি শুধু আল্লাহর জন্য করতে চায়।আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় চলতে চাই।
এখন আমি কি করব আমার মনে হচ্ছে আমার আমল দোয়া সব শেষ কোনো ভাবে মাইন্ড ডাইভার্ট করতে পারছিনা।দম বন্ধ লাগতেসে।জানিনা আমি বুঝাতে পেরেছি কিনা।আমাকে দয়া করে এর থেকে পরিত্রাণের উপায় জানাবেন,ইং শা আল্লাহ।
জাঝাকুমুল্লাহু খইরন।