জুনের 31 তারিখে আমি 5 সপ্তাহ 5 দিনের গর্ভবতী ছিলাম। তারপর 14 জুন পরীক্ষা করে দেখা যায় বাচ্চার বয়সের পরিবর্তন হয়নি এবং হার্টবিটও আসে নি। ডাক্তার আরো 15 দিন দেখতে বলেছিলেন কোন পরিবর্তন আসে কিনা।
গত 3 জুলাই পরিক্ষা করে দেখা গেছে হার্টবিটও আসেনি, বাচ্চার বয়সও বাড়েনি। বরং কমে গেছে। 4 সপ্তাহ হয়ে গেছে। এবং প্রেগন্যান্সি হরমোন টেস্ট করে দেখা গেছে সেই টাও একদমই কমে গেছে।
যেহেতু প্রায় দশ সপ্তাহের প্রেগনেন্সি হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত হয় নি এবং সম্ভাবনাও নেই। ডাক্তার এবর্শনের জন্য কিছু ওষুধ দিয়েছেন।
5 তারিখ থেকে ব্লিডিং শুরু হয়েছে। আমি নামাজ আদায় করতেছি না।
প্রশ্ন হলো -
১) এই রক্ত কি হিসেবে ধরবো? হায়েজ, নেফাজ নাকি ইস্তেহাজার?
২) আমি কবে থেকে সালাত আদায় করতে পারবো?
৩) আমার কি গত দিনগুলোর সালাত কাজা আদায় করতে হবে?