আমি একজন মুসলিম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খুব সম্প্রতি আমি একটি চাকরির অফার পেয়েছি। কোম্পানিটি একটি বিদেশি আইটি ফার্ম, যারা বিভিন্ন দেশের ক্লায়েন্টের জন্য সফটওয়্যার আউটসোর্সিং সার্ভিস প্রদান করে। বাংলাদেশে তাদের কোনো সরাসরি ক্লায়েন্ট নেই, তবে বিকাশ লিমিটেডের জন্য তারা কিছু কাজ করে থাকে।
এখন তারা আমাকে নিয়োগ দিতে চায়, মূলত আমি এই কোম্পানির হয়েই কাজ করব, কিন্তু যেসব প্রজেক্টে আমাকে যুক্ত করা হবে তার মধ্যে বিকাশ-এর একটি প্রজেক্টও থাকতে পারে।
আমার প্রশ্ন হলো, এ অবস্থায় আমি এই কোম্পানিতে চাকরি করলে শরীয়তের দৃষ্টিতে তা হালাল/জায়েজ হবে কিনা?