আসসালামু আলাইকুম,,
আমার এক ফ্রেন্ড এর দেখা দুটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই,
১. প্রথম স্বপ্নে আমার বান্ধুবি দেখে তাকে তার পরিচিত কেউ কিছু খাবার খেতে দিচ্ছে আর বলতেসে আমি তো সারাদিনি বাইরে থাকি রাত ২টা, ৩টায় বাসায় আসি তুমিও আমার সাথে আসো, তখন আমার বান্ধুবি তার দেওয়া খাবারটা হাতে নিয়ে বলেতেসে তুমি এতো রাতে বাইরে থাকো কেন? তুমি না মেয়ে মানুষ, আর এসব বাদ দিয়ে নামাজ পড়, এই কথা বলাতেই স্বপ্নের মেয়েটা চলে গেল, আর আমার বান্ধুবির তখন ঘুম ভেঙে যায়, চোখ খুলে জাগ্রত অবস্থায় দেখে তার মাথার উপরে দুইটা হাত কি যেন পড়ে পড়ে ওকে ঝাড় ফুক করতেসে। শুধু হাত দেখা যায় আর কাওকে দেখা যায় না, এটা সে সজাগ হয়েই দেখসে। আর স্বপ্নের দেওয়া খাবার খাই নি প্রথম দিন।
২. পরেরদিন আমার সেই বান্ধুবি আবার স্বপ্নে দেখে যে সে নামাজ পড়তেসে, আর কেও একজন তাকে নামাজ পড়তে দিচ্ছে না, খুব কষ্ট করে সে নামাজ শেষ করসে, তারপরে তার মা তাকে কিছু খেতে দেয়, প্রথম দিন না খেলেও ২য় দিন তার মায়ের দেওয়া খাবার ঠিকই খায় খেয়ে হাড় জাতীয় কিছু জানালা দিয়ে নিচে ফেলে এবং নিচে এক বয়স্ক মহিলা সেই হাড় আবার জানালা দিয়ে আমার সেই বান্ধুবির গায়েই ছুড়ে মারে, এরপরে হঠাৎ এক লোক লম্বা কালো করে চেহারা খুবি বীভৎস তাকে চেপে ধরে ঝাড় ফুঁক করতেসে। তারপরে তার ঘুম ভেঙে যায়।
বলে রাখি আমার ওই বান্ধুবি এক বছর ধরে অসুস্থ, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কয়েকবার স্ট্রোকও করেছিল বয়স তো বেশি না, ডক্টর বলসে স্ট্রেস এর কারনে এমন হয়, আর আগে কখনো এমন স্বপ্ন দেখেনি, নামাজ কন্টিনিউ করতেসে এক মাস ধরে, এর পর থেকেই এখন এমন স্বপ্ন দেখতেসে।