আসসালামু আলাইকুম হুজুর। আমি আৃার ভাই যখন ছোট ছিলাম তখন থেকে আমি আমার ভাই আর মা এক রুমে ঘুমাতাম, আর বাবা অন্য রুমে। কিন্তু এখন আমার ভাইয়ের রুম আলাদা হলেও আমার সাথে আমার মা থাকে। বাবার রুমে থাকে না। আমি প্রাপ্ত বয়স্ত মেয়ে। আমার মনে হয় আমার মা বাবার রুমে যেতে চায় না। আমার মা কে ঘর বাহির সব সামলাতে হয়,,,যদিও তার চাকরি করার ইচ্ছা নাই। আমার বাবা ঘরে অশান্তি করে। মাকে মারধর করে। রাগের মাথায় আমায়ও উল্টা পাল্টা বলে ফেলে।আর আমার বাবাকে মানুষ হিসেবে কখনই ভালো মনে হয় না,যদিও মেয়ে হিসেবে আমার প্রতি সব দায়িত্ব ই করে। আমি আমার বাবার সাথে তেমন কথা বলি না,,আমার ইচ্ছে হয় না তার ব্যবহার, মায়ের প্রতি আচরন দেখে। আমি বলি না তাই সে ও বলে না। এতে কি আমার গুনাহ হবে?
আর মাঝ রাতে হুটহাট আমার বাবা আমার রুমে চলে আাসে,, কারন মা আমার র্ুমে থাকে। তারপর মা বাবার রুমে যায়। আমার ঘুম ভেঙে যায়। আমার মানসিক ভাবে সাফার করতে হয়। আর আমার ছোট ভাই এর রুম বাবার রুমের পরে,, ওইটা ক্রস করে আমার রুম। তো আমি আসঙ্কা করি আমার ভাই ও এই মানসিক পর্বলেম এ পড়ছে। আমি মা কে অনেক বার অনেক অজুহাত দেখিয়ে আমার রুম ছাড়তে বলেছি,,সে ছাড়ে না। আর আমি জানি ওখানে গেলে সে এবিউস এর স্বীকার হতে পারে যখন তখন,,,ঠিক ভাবে ঘুমাতে পারবে না,,আর সে অসুস্থ ও।,, তাই আমি খুব জোড় করি না। কিন্তু সমস্যা টা হলো আমার তো মানসিক ইফেক্ট পড়ছে,,, সবচেয়ে বড় কথা একজন বড় মেয়ে হিসেবে,,,মাঝরাতে আামার বাবা আমাকে ও দেখছে,,, আমি তো আমার মতো ঘুমিয়ে থাকি,,,আমার সুবিধা মতো। আর ওই মুহুর্তে ঘুম ভেঙে গেলেও নিজেকে ঠিক ঠাক করতে পারি না,চোখ বন্ধ রাখা লাগে।,, এতে করে আমি ভোরে উঠে পড়তেও পারতেছি না। মাথায় একটা প্রেসার কাজ করছে,,ঘুমে প্রবলেম হচ্ছে। আমি একটা দুটানায় পড়ে আছি। আমার করনীয় কি আমার অনুগ্রহ করে জানাবেন। খুবই কষ্টে আছি।