ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সুদ বন্ধে মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে। বিশেষত উলামা হযরাতগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে যাতে করে সরকারি ভাবে সুদের বিরুদ্ধে আইন পাশ করা হয়। সরকারি ভাবে সুদ বন্ধ হয়ে গেলে ব্যক্তি পর্যায়ে ধীরে ধীরে সুদ বন্ধ হয়ে যাবে।
(২)
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার নিকট স্বর্ণ এবং কিছু টাকা রয়েছে, যা ৫২.৫ ভড়ি রূপার সমতুল্য। এখন যদি এই টাকা প্রয়োজন অতিরিক্ত হয়, এবং বৎসরের শুরু ও শেষে আপনার নিকট থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরয হবে।
(৩) জ্বী, আপনার জন্য আলেম হওয়ার সুযোগ রয়েছে।
(৪) আপনার ভাইকে বুঝিয়ে শুনিয়ে তাবলীগে প্রেরণ করুন। কমপক্ষে ১ চিল্লা নতুবা ৩ চিল্লার জন্য প্রেরণ করুন। সামর্থ্য থাকলে তার জন্য উমরাহর ব্যবস্থা করুন।
(৫) যতটি ফরয রোযা আপনার কাযা হয়েছে, সবগুলো ফরয রোযা আপনাকে কাযা করতে হবে।