প্রিয় শায়েখ,
জাজাকাল্লাহু খাইরন।
https://ifatwa.info/122221/
দয়া করে আরেকটু বিস্তারিত বলবেনঃ
১। আমার ২০২৪ এর ডিসেম্বর এ ১ বছর পুর্তি হয়। আমি এখন ২০২৫ এর অর্ধেক এখন ও কি ২ বছরের একসাথে দিতে হবে? ২০২৫ বা ২ বছর তো পুর্ন হয় নি।
নাকি ২০২৫ পুর্ন হলে একসাথে ২ বছরের দিবো?
২। আমার বোন কে অই যাকাত এর টাকা টা যদি দিতে চাই, তাহলে কি অই মুহুর্তে তার কাছে কত আছে সেটা বিবেচ্য।
- যেমন আমি নিয়ত করেছি, যাকাত এর টাকা টা অকে ই দিব, জানুয়ারি এর দিকে, কিন্তু আমার কাছে ক্যাশ ছিলো না, বা আসার পর ও দরকারে বা ভুলে বা অলসতা যাকাত এর টাকা দিব, দিচ্ছি করে দেরী করে ফেলেছি, যার জন্য আমি গুনাহগার (আল্লাহ মাফ করুন)
তখন তার কাছে এতো টাকা ছিলো না, এবং তার মেয়ে অসুস্থ থাকা অবস্থায় আমি যাকাত এর নিয়ত করে হসপিটাল কিছু খরচ ৭ হাজার দিয়েছি,
আমরা চাচ্ছিলাম যেহেতু তার স্বামী দেশে আসতেছে না, তাই আমার বোন এবং মেয়ে কে কোন ভাবে যদি ওর স্বামী এর কাছে সৌদি তে পাঠাতে পারি।
তাই এই যাকাত এর টাকা তাকে দিলে হেল্প হতো।
আর যেহেতু আমি জানুয়ারিতে ই প্লান করেছিলাম তাকে দিব, এবং নিজের খাম খেয়ালি এর কারনে দেরী করে ফেলেছি, এখন কি তাকে কোন ভাবে দেয়া যায়?
তার টাকা+সোনা+রুপা মিলিয়ে ৯০ হাজার এর কিছু বেশী হয়, সেক্ষেত্রে কি ৭.৫ ভরি সোনা হিসাব করে দেয়া যায়?
অথবা আমার বোন যদি কিছু টাকা, তার মেয়ের জন্য সরায়ে রাখে, যেটা তার মেয়ে কোন খরচ করলো, যেমন বিমান টিকেট বাবদ বা অন্যান্য খরচ, তাহলে কি তাকে যাকাত দেয়া যাবে?
৫। আমার এই ১০ লাখ টাকা তো বাড়তেছে না, যা ইন্টারেস্ট/মুনাফা আসে সেটা ও দান করে দেই/দিয়ে দিব, নিয়ত করে রাখি মার্ক করে।
তাহলে ও কি প্রতিবছর এই ১০ লাখের উপর ২.৫%।
৬। আমার যেহেতু চাকরী করি, আমার সাথের অনেকে দেখি, ওদের ব্যাংক এর ইন্টারেস্ট এর টাকা দিয়ে ট্যাক্স, বিভিন্ন বিয়ে, অনুস্টহান এই গুলোতে, কোন সরকারী কাজ করতে গেলে ঘোষ/এক্সট্রা পে করতে হয়, ঈদের বকশীস, বিভিন্ন সাহায্য চাওয়া লোককে সেগুলা আদায় করে দেয়, এই গুলা কি জায়েজ হবে?
আমি যেহেতু টাকাটা সঞ্চয় পত্র রেখেছি ই ট্যাক্স ছাড় পাওয়ার জন্য, সরকার এর ট্যাক্স এবং সরকার ও বলে দেয় এই ইনভেস্ট করে ট্যাক্স এ কিছু ছাড় পাওয়া যাবে? তাহলে অই সঞ্চয় পত্রের প্রফিট দিয়ে কি ট্যাক্স এর টাকা পে করতে পারবো না?
যেমন, আমি গত বছর ট্যাক্স ডিপার্ট্মেন্ট থেকে একটা চিঠি আসে আমার এর আগের ২ বছরের ট্যাক্স হিসাব ভুল, এবং ট্যাক্স ডিপার্ট্মেন্ট আরো টাকা পায় যদি ও আমি ২ বছর হিসাব করে ট্যাক্স দিয়েছি।
যোগাযোগ করার পর তারা আমার যে ট্যাক্স জমা দেয় সে বলে এইগুলা এমনিই ঝামেলা করে টাকা খাওয়ার ধান্দা, তারপর ১০ হাজার ঘূষ দিয়ে মিমাংসা করে, আমি অই ইন্টারেস্ট এর টাকা এই দিকে কাটায়া দিসে, আমার করনীয় কি বিস্তারিত জানাবেন দয়া করে?
১০। আমার যদি কোন যাকাত বাকি থাকে আমার বেখায়ালে বা আমি আগে এতো সিরিয়াস ছিলাম না এই জন্য, এবং হিসাব ও করা হয় নি, এখন কি করতে পারি, জানাবেন দয়া করে।
জাজাকাল্লাউ খাইরন।
বিঃ দ্রঃ আমি কমেন্টে ও একই প্রশ্ন করেছি যদি আপনার দৃষ্টিগোচর না হয়, তাই এখানে পোস্ট করা, যে কোন এক যায়গায় উত্তর দিলে ই হবে।