আসসালামু আলাইকুম
আমি খাবারের একটি বিজনেস করতে চাচ্ছি।একটা বিষয় আমাকে একটু ভাবাচ্ছে!
আমি যে খাবার টা বানাবো যেমন কেক বা ফাস্ট ফুড আইটেমস এগুলো রেগুলার খাওয়া তো খুব একটা হেলদি না।এখন আমার বিজনেস থেকে যদি কেউ খেয়ে শরীর খারাপ বানায় (যেমন কেকে বেশ চিনি থাকে, ফাস্ট ফুডে তেল বা অন্যান্য,দেখা যায় অনেকে রেগুলারলি খান এসব)। এই ব্যাপার টা আমাকে কেনো যেনো ভাবাচ্ছে যদিও অনেকেই এমন বিজনেস করছে তাও আমি মনে শান্তি পাচ্ছিনা।
আমার কি বিজনেস টা শুরু করা উচিত খাবার আইটেমস নিয়ে?