বিকালে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখি কেউ একজন আমার চুল কেটে দিয়েছে তখন আমি কান্না করতে করতে ঘুম থেকে উঠি
আমি আমার আম্মুকে বলি আমি দেখেছি আমার দাদী আমার চুল কেটে নিয়েছেন কিন্তু এখন মনে পড়ছে না আদৌও উনাকেই দেখলাম কি না (উনার উপর আরকি একটু সন্দেহ আছে )
কিন্তু ঐ স্বপ্ন দেখার পর থেকে আমার শুধু ভয় হয় এই বুঝি আমার চুল কেটে গেলো...
আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই..,,