আসসালামু আলাইকুম। আমি বেশ অনেক দিন ধরেই ঘুমানোর সময় ঘুমের দোয়া অথবা শরীর বন্ধ করে না ঘুমালেই জিন রিলেটেড খারাপ স্বপ্ন দেখি,দিনে ঘুমালেও । ইদানিং, প্রায় সময়ই দোয়া পড়তে ভুলে যাচ্ছি আর এরকম স্বপ্ন দেখি। স্বপ্নগুলো এরকম যে তাদেরকে আমি মানুষ রুপে আশেপাশে দেখতে পাই,পরে যখন বুঝতে পারি ও মানুষ না তখনই নাই হয়ে যায়। আবার কোনো আমল যেমন সকালের আমল বাদ যাওয়ার কারণে তারা আমার বাসায় হামলা করেছে এবং অনেক ভয় দেখাচ্ছে এরকম দেখেছি । ২-৩ টা স্বপ্ন আমি এরকমও দেখেছিলাম যে পুরুষ রুপে আসছে, আমি বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার করে বাসা পর্যন্ত নিয়ে দিয়ে গেছে এবং মনে হচ্ছিলো যে আমাকে পছন্দ করে । আমি বসতে দিলাম আমার বোন এবং আমি আপ্যায়ন করলাম কিন্তু আমার মা আসার পর কাউকে দেখতে পাচ্ছিলো না, কয়েকবার আমি আমার বোন আম্মুকে দেখাচ্ছিলাম এইযে উনি বসে আছেন পরে আরেকবার দেখি ঘর ফাঁকা,কেউ নেই । তারপরে বুঝতে পারলাম ওটা জ্বিন ছিলো,আমি স্বপ্নেই আঁতকে উঠি । এই কয়েকটা স্বপ্ন ই আমার মনে আছে, বাকিগুলো মনে নেই । এরকম স্বপ্ন দেখা কি স্বাভাবিক নাকি সমস্যা আছে?
এর আগে মাঝেমধ্যে আমি খুবই ভয়ংকর স্বপ্ন ও দেখতাম!
উল্লেখ্য,আমি অবিবাহিত ।