আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১.হুজুর রোজা অবস্থায় মুখ স্বাভাবিক খোলা ছিল, এ সময় কুয়াশার মতো বৃষ্টির ফোটা উড়ে উড়ে মুখে ঢুকেছে।ফজরে এরকম হালকা কুয়াশার মতো বৃষ্টি হয়েছে। দু তিনবার হবে হয়তো ঠোটের ফাকা দিয়ে ঢুকেছে।প্রথম প্রথম পাত্তা দিলাম না পড়ে মনে হল এতে রোজা ভেঙে যাবে কিনা তখন ঠোট চেপে রাখি। এতে আমার সিয়াম কি হবে?
২. উপরোক্ত ঘটনা ৯ মুহাররমের। এখন ১১ মুহাররম এটির কাজ আদায় করলে কি আশুরার দুটি রোজা আদায় হবে? যদি আশুরার দিনও রোজা রাখি আরকি।