কোনো এক পুত্র বধুর হুরমত সম্পর্কে আগে থেকে জানা ছিল।
তাই সে সবসময় এই বিষয় খেয়াল রাখত, তার শশুড় থেকে কিছুটা দুরত্ব বজায় রাখতো।
একদিন পুত্রবধু তার শশুর এর কাছে যায় ডায়াবেটিস চেক করতে। তখন শশুর পুত্র বধুর হাত ধরে আঙুল থেকে ব্লাড নিচ্ছিল। এই ব্লাড নিয়ে ডায়াবেটিস চেক করতে ২০-২৫ সেকেন্ড সময় লেগেছিল , এই ২০-২৫ সেকেন্ডে শশুর মেয়েটির হাত ধরা অবস্থায় ছিল।
হাত ধরা অবস্থায় মেয়েটি ভয় পাচ্ছিল আর মনে মনে বলছিল, "হে আল্লাহ হুরমত যেন না হয়, সহবাসের চিন্তা যেন না আসে, খারাপ চিন্তা যেন না আসে"।
এই হাত ধরা অবস্থায় পুত্রবধুর মনে কোনো রকম উত্তেজনা ছিলই না। সে শুধু ভয়ের মধ্যে ছিল যেন খারাপ চিন্তা মাথায় যেন না আসে।
এই ২০-২৫ সেকেন্ডে শশুর পুত্রবধূর হাত ধরা এবং আঙুল স্পর্শ করা অবস্থায় যখন ছিল তখন পুত্রবধূ মনে মনে বলছিল, "হে আল্লাহ হুরমত যেন না হয়, সহবাসের চিন্তা যেন না আসে, খারাপ চিন্তা যেন না আসে"। স্পর্শ করা অবস্থায় এইটুকু সময় এই কথা গুলো ভাবলে কি তখন কি হুরমত হয়ে যাবে?