আমরা ঘরের কয়েকজন নিয়ত করি আশুরার রোজা রাখবো।অনেকে মুখেও উচ্চারণ করেছেন। সাহরীর জন্য উঠতে লেইট হয়ে যায় যার জন্য তাড়াহুড়ো করে খেতে গিয়ে ঘড়ির টাইম দেখা হয় নি ওদিকে ঘড়ি ৩:৩৮ বেজে গেছে কিন্তু সাহরী ৩:৩৭ এ শেষ । এমতাবস্থায় আমাদের জন্য করণীয় কী? আজকের রোজা টি রাখবো নাকি ভেঙে ফেলবো?