১/ বর্তমানে প্রায় সকলেই পরীক্ষার হলে দেখে লেখে কিছু না কিছু,,বা নকল করে,,, বা জীবনে একবার হলেও দেখে লেখে,,,এখন বিয়ের সময় অন্যপক্ষ বিভিন্ন বিষয় জিঞ্জেস করে পাত্র বা পাত্রী সম্পর্কে,,তো বলতে হয় শিক্ষাগত যোগ্যতা,,আবার অর্থনৈতিক অবস্থাও জিঞ্জেস করে বা তারা জানে, কিন্তু অনেকের অর্থ -সম্পদ থাকে হারাম,,তো বিয়ে হলে এই দেখে লেখার কারণে বা অর্থ -সম্পদ হারাম হওয়ার কারণে বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে কিনা?
২/ যদি সমস্যা হয় তাহলে শ্বশুরবাড়ির কারো থেকে কোন সময় কোন ঋণ নিতে চাইলে (ফিরিয়ে দিবে,,অন্য মানুষদের থেকে যেভাবে ঋণ নেয়া হয় সেভাবেই নিলে) সেই ঋণ নেয়াটা কি হারাম?