আসসালামু আলাইকুম, আমি একটি স্কুলের টিচার। আমার ক্লাস হেড ম্যাম (সিনিয়র) আমাকে একটি কাজ বন্ধের সময় করতে দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি একজনকে বলছিলাম, উনারা তো আমাদের বস,উনারা বন্ধের দিন কাজ দিলেও তা না করে উপায় নাই, করতেই হবে। তখন আমার একজন কলিগ আমাকে বললো "এভাবে বস বলে ডাকা শির্ক।"
এই কথাটা কতটুকু সমর্থনযোগ্য? এখানে কি আমার কোনো শির্ক হয়েছে?
মালিক শব্দটি বাড়ির মালিক, দুনিয়ার ও আখিরাতের মালিক দুই ক্ষেত্রেই ইউজ করি। এতে কোনো সমস্যা আছে?