আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ, উস্তাদ। আমার বয়স ২৯ বছর। আমরা তিন বোন। আমি মেঝো।আমার ছোট বোনও বিয়ের উপযুক্ত। আমার আত্মীয় স্বজনরা কেউ চায়না আমার বিয়ে হোক।তারা আমার জন্য আসা সব ভালো প্রোপজাল আমাদেরকে না জানিয়ে রিজেক্ট করে দেয়।আমার এমন কোন আত্মীয় নেই যারা আমার ভাল চায়।আমার বাবার আমার বিয়ে নিয়ে কোন চিন্তা নেই। তাই আমি নিজে থেকে চেষ্টা করছি।আমি আহলিয়া ও অর্ধেক দিন ডট কম এ বায়োডাটা দিয়েছি।কোন প্রস্তাব না আসায় আমি নিজে থেকে বায়োডাটা পছন্দ করে অর্ধেক দিন ডট কম এ মায়ের অনুমতি নিয়ে প্রস্তাব পাঠাই।ছেলে তার কন্টাক্ট নাম্বার দেয়।আমার বাবাকে বলায় তিনি বলেন আমি কেন প্রস্তাব পাঠিয়েছি।মেয়েরা নাকি প্রস্তাব পাঠায় না।তিনি কথা বলবেন না।ছেলের ফ্যামিলির সবাই এডুকেটেড তারা আমাদের রিজেক্ট করবে।নানা রকম বাহানা দেখায়।অথচ আমার ফ্যামিলি আমি আমরা উচ্চশিক্ষিত।ছেলের সাথে আমার ১০০% কুফু মিলে।তিনি বলেন এখানে কথা বলার কোন মিডিয়া নেই। এটা রিলেশন হলে কথা বলা যেত।আম্মু বারবার কথা বলতে বলে কিন্তু তিনি খুব রাগ দেখায়।মূলত তার ইগো বেশি। তিনি চান আমি যেন হারাম রিলেশনে গিয়ে বিয়ে করি।তিনি অনেক আগে থেকেই এসব ইনডিরেক্টলি বোঝাত।কিন্তু এখন ডিরেক্ট বলা শুরু করেছে।তিনি কারো কাছে আমার বিয়ের কথা বলে ছোট হতে চান না।তিনি চান সব কিছু যেন সহজ হয়।কারণ বর্তমানে এরেন্জ ম্যারেজ কঠিন।তাই আমাকে হারামে যেতে বলে।আর বড় আপুর এই ভাবে বিয়ে হয়েছে।তাই বিয়েটা সহজ হয়েছে।আল্লাহ সাক্ষী আমি আল্লাহকে ভয় করে আজ পর্যন্ত কখনোই হারাম রিলেশনে যাইনি।এমনকি আমার কোন ছেলে বন্ধু ছিলনা।আমার বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে কেউ আমাকে সাহায্য করেনা এমনকি নিজের বড় বোনও।আমার সব কাজিনদের বিয়ে হয়ে গেছে।সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে।অথচ আমার কোন দোষ নেই।বিয়ে তো আমার হাতে না। অন্তত আমার বাবা তো আমাকে সাহায্য করতে পারত।কিন্তু তিনি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চান।তিনি কোন দ্বীনদ্বার ছেলে পছন্দ করেননা।রিলেশন করা ছাড়া তিনি আমাকে বিয়ে দিবেনা।তাকে কেউ প্রোপজাল দিলে তিনি রিজেক্ট করে দিত।এভাবে আমার বয়স দিনদিন বেড়ে চলছে।আম্মু আব্বুকে অনেক বোবায়।কিন্তু তিনি এসব নিয়ে অনেক রাগারাগি করেন।তাই আম্মু নিজে থেকে ঘটকের মাধ্যমে চেষ্টা করেন।কিন্ত আমি খাটো ও বয়স বেশি হওয়ায় মানুষ আগাতে চায়না। যারা আগাতে চায় তাদের সাথে কুফু মিলেনা। তারা দ্বীনদার না।আমি নিয়মিত বিয়ের আমল করি এবং দোয়া জিকির করি। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাই।এই দুনিয়াতে আমার সব রাস্তা এখন বন্ধ।আমাকে সাহায্য করার কেউ নেই।এখন আমি সব দিক থেকে নিরুপায়।আমি হতাশায় ভুগছি।আল্লাহ আমার অনেক কঠিন পরিক্ষা নিচ্ছেন।চেষ্টা আর দোয়ার মাধ্যমে সফলতা আসে।কিন্তু চেষ্টা ছাড়া কি শুধু দোয়ার মাধ্যমে সফলতা পাওয়া যায়?আমি এখন আর কি আমল করব?কি করলে আমার বিয়ে হবে?

আমার জন্য দোয়া করবেন।

1 Answer

0 votes
by (671,580 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের প্রস্তাব নারী পুরুষ যে কেউ দিতে পারবে।পাত্র-পাত্রী তাদের যে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে।তারা অভিবাবকের মাধ্যমে বা সরাসরি একে অন্যকে বিয়ের প্রস্তাব দিতে পারবে।বিয়ের প্রস্তাব প্রদাণের ক্ষেত্রে নারী-পুরুষ নিয়ে কোনো ভেদাভেদ নাই। পাত্র পক্ষ বা পাত্রী পক্ষ যে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে।পুরুষ সে তার পছন্দ-অপছন্দকে প্রকাশ করতে পারে,ঠিকতেমনি নারী ও তার পছন্দ-অপছন্দকে প্রকাশ করতে পারবে। এবং বিয়ের প্রস্তাবও দিতে পারবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10956

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো পাত্রকে পছন্দ হওয়ার পর মেয়ে জন্য সরাসরি পাত্রর সাথে কথা বলা কখনো উচিত হবে না। বরং মেয়ে তার অভিভাবকে অবগত করবে। অভিভাবক বুঝেশুনে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিয়ে শুধুমাত্র দুটি মনের বন্ধন না বরং দু'টি পরিবার ও দু'টি গোষ্ঠীর দুনিয়া আখেরাতের সম্পর্ক। তাই অভিভাবকদের মাধ্যমে সামনে অগ্রসরই সর্বাধিক কল্যাণকর।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুনিয়ার সব পথ বন্ধ হয়ে গেলেও সেই দরজাটি কখনো বন্ধ হবে না যেটি ধনী গরীব সবার জন্যই উন্মুক্ত থাকে।সুতরাং তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করুন।আল্লাহ অবশ্যই বিহিত একটা ব্যবস্থা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...