ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
উম্মত দুই প্রকার যথাঃ(১) উম্মতে দাওয়াত (২) উম্মতে ইজাবত।
উম্মতে দাওয়াত এর মধ্যে দুনিয়ার সকল ধর্ম শামিল। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ইহুদী সবাই এর মধ্যে শামিল রয়েছে। আর উম্মতে ইজাবত হল, তারা যারা রাসূলুল্লাহ সাঃ এর উপর ঈমান এনেছে। যারা রাসূলুল্লাহ সাঃ এর উপর ঈমান এনেছে, তারা সাবই উম্মতে মুহাম্মদি।
মু‘আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ رضي الله عنهما قَالَ : أَلَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا فَقَالَ : ( أَلَا إِنَّ مَنْ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً ، وَإِنَّ هَذِهِ الْمِلَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ ، ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ ، وَهِيَ الْجَمَاعَةُ )
তিনি দাঁড়িয়ে বললেন, জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হবে। এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে। আর সে দল হচ্ছে আল-জামা‘আত।) (সুনানে আবু-দাউদ-৪৫৯৭)
ভিন্ন শব্দেও বর্ণিত রয়েছে,
( ... وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً ، قَالُوا : وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي )
আমার উম্মতরা বিভক্ত হবে তিহাত্তর দলে। এদের একটি দল ছাড়া সব দলই হবে জাহান্নামী। সাহাবীগণ (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ হে আল্লাহর রাসূল! এরা কোন দল? তিনি বললেনঃ আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত।(সুনানে তিরমিযি-২৬৪২)
উপরোক্ত হাদীস সমূহে উম্মত দ্বারা উম্মতে ইজাবাত উদ্দেশ্য। তথা শিয়া সুন্নি খারিজি রাফেজি ইত্যাদি উদ্দেশ্য। অর্থাৎ তারা রাসূলুল্লাহ সা. এর উপর ঈমান আনার পরও বিভিন্ন শিরকি আকিদার দরুণ তারা উম্মতে মুহাম্মদির অংশ হওয়ার পরও তারা কাফির। শুধুমাত্র আহলে সুন্নত ওয়াল জামাত -ই একমাত্র নাজাতের হকদার ।