আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামু আলাইকুম শাইখ,

 আমার কাছে কেউ একজন ১৫ হাজার টাকা ২ দিনের জন্য ধার চাইলেন। আমি উনাকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা (উনার ক্যাশ আউট চার্জ ছাড়া) ধার দিলাম, এবং বলে দিলাম ভাই আমার ক্যাশ আউট চার্জ সহ টাকা ফেরত দিয়েন।

আমরা জানি, জেনারেলি বিকাশে ক্যাশ আউট চার্জ হাজারে ১৮.৫০ টাকা নির্ধারিত থাকে। কিন্তু ক্যাশ আউটের ক্ষেত্রে বিকাশ *প্রিয় এজেন্ট* নামক একটি বিশেষ সুবিধা গ্রাহকদের দিয়ে থাকে, যার মাধ্যমে বিকাশ গ্রাহকগণ উনাদের সুবিধা অনুযায়ী ১ - ৫ টি এজেন্ট নাম্বার *প্রিয় এজেন্ট* তালিকায় যুক্ত করতে পারেন। ফলে গ্রাহক প্রিয় এজেন্ট থেকে টাকা উত্তোলন করলে বিকাশ ক্যাশ আউট চার্জে গ্রাহকদের বিশেষ ছাড় প্রদান করে, *যা হাজারে ১৪.৯০ টাকা* হয়।

এখন ধরুন উনি ২ দিন পর আমাকে ক্যাশ আউট চার্জ সহ (*হাজারে ১৮.৫০ টাকা হারে*) উনার ধারকৃত ১৫ হাজার টাকা বিকাশে ফেরত দিলেন। অতঃপর আমি আমার *প্রিয় এজেন্ট* থেকে এই টাকাটা উত্তোলন করলাম, যার ফলে ক্যাশ আউট চার্জে বিশেষ ছাড় পেলাম ও আমার *খরচ বেঁচে যায় ৫৪ টাকা*।

এখন বেঁচে যাওয়া এই টাকাগুলো ভোগ করা কি আমার জন্য হালাল হবে ?? (*যেহেতু বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ হাজারে ১৮.৫০ টাকা, কিন্তু বিকাশের বিশেষ সুবিধা গ্রহণ করায় আমার ৫৪ টাকা বেঁচে যায়*)।

মাস'আলা টি জানা আমার জন্য খুবই জরুরি। কারণ যেহেতু সরাসরি টাকা দিয়ে টাকার লাভ, সেখানে সুদের ভয় করছি।

1 Answer

0 votes
by (671,580 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ-আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।

মোটকথা,
ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে যেয়ে যত টাকাই সার্ভিস চার্জ আসবে, সেই সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকেই বহন করতে হবে।

في الفتاوي الهندية ج٤،٣٧٢
وَمُؤْنَةُ رَدِّ الْعَارِيَّةِ عَلَى الْمُسْتَعِيرِ الْوَدِيعَةِ عَلَى الْمُودِعِ وَالْمُسْتَأْجَرِ عَلَى الْمُؤَجِّرِ وَالْمَغْصُوبِ عَلَى الْغَاصِبِ وَالْمَرْهُونِ عَلَى الْمُرْتَهِنِ، وَالْأَصْلُ أَنَّ مُؤْنَةَ الرَّدِّ عَلَى مَنْ وَقَعَ لَهُ الْقَبْضُ؛ لِأَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ، كَذَا فِي الْكَافِي. 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/113315

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো ব্যক্তি যদি অন্যজনকে ১৫ হাজার টাকা বিকাশে ধার দেন, তাহলে পরবর্তীতে ঋণগ্রহীতা পরিশোধ করার সময় সার্ভিস চার্জ সহ পরিশোধ করবেন। ক্যাশ আউট করতে যেয়ে যদি ৫৪ টাকা বাচে,তাহলে এই টাকা ঋণদাতা ঋণগ্রহীতাকে ফিরিয়ে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...