আমাদের বাড়িওয়ালা ব্যাংকে চাকরি করতেন,,তার সব ছেলেরাও ব্যাংকে চাকরি করে,,,এখন তাদের গাছের কোনো কিছু দিয়ে গেলে সেটা কি খাওয়া জায়েজ হবে? জায়েজ না হলে এসব পরিস্থিতি কিভাবে সামলানো যায়? এ বিষয়েও কিছু বলিয়েন উস্তাদ।
আর উস্তাদ কাকড়া খাওয়ার হুকুম কি? মাকরূহ নাকি নাজায়েজ?