আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তায, বর্তমানে অনলাইনে স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক বেশী প্রচলিত হয়ে গিয়েছে। অনেক দ্বীনি বোনেরাও এই বিজনেস করেন এবং এভাবে উৎসাহিত করেন যে, নিজের যত্ন নেয়ার জন্য এসব প্রয়োজন।
স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে রয়েছে বেসিক প্রোডাক্ট যেমন: ফেসওয়াশ, ময়েশ্চারাইজার/ক্রীম এবং সানস্ক্রীন। এছাড়াও বিভিন্ন সিরাম, টোনার, ক্লিনজিং ওয়াটার বা অয়েল, হেয়ার মাস্ক, ফেসিয়াল মাস্ক, রেটিনল, ভিটামিন সি, আইক্রীম, এক্সফোলিয়েটর, এম্পুল ইত্যাদি রয়েছে।
সানস্ক্রীনকে তো একরকম বাধ্যতামূলক হিসেবে ধরা হয়। না ব্যবহার করলে বয়সের ছাপ পরবে চেহারায়, সানবার্ণ হবে, স্কিন ড্যামেজ হবে। তার উপর আবার রিএপ্লাই এর ব্যাপার আছে। ২/৩ ঘন্টা পর পর রিএপ্লাই করতে হয় সানস্ক্রীন। এর দামও ভালোই। যদি বেসিক কেয়ারও করা হয় তাহলে মান্থলি ২-৩ হাজার টাকা যাবে (স্কিন অনুযায়ী ভালো প্রোডাক্ট নেয়া হলে)
আমাদের শরীর আল্লাহ আমাদের আমানতস্বরূপ দিয়েছেন, এর সঠিক যত্ন নিতে হবে। কিন্তু এই যত্নের লেভেল কতটুকু? কোন সীমার বাহিরে গেলে সেটা অপচয়ের পর্যায়ে চলে যাবে?