আসসালামু আলাইকুম।
১/কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক বলার পর কণ্ঠ নাড়িয়ে "না" বলে, জিহবা যদি না নড়ে অর্থাৎ স্পষ্ট মুখে উচ্চারণ না করে শুধু একটু কণ্ঠ বা গলা থেকে না বলে এতে কি তালাক হবে না?
২/বা কেউ যদি তালাক বলার পর মাথা নেড়ে না করে তাহলে কি তালাক হবে না?
৩/আরেকটি বিষয়: স্ত্রীকে উদ্দেশ্য করে যদি কেউ মুখ দিয়ে শ্বাস বের করার সময় কণ্ঠে তালাক বলার চেষ্টা করে জিহবা হালকা কম্পিত হলো কিন্তু উচ্চারণে তেমন সাহায্য করলো না অতি অল্পই নড়ে উঠলো, মুখ খোলা, ঠোঁট নড়েনি গলার আওয়াজ কান পর্যন্ত আসলো এতে কি তালাক হবে?