আসসালামু আলাইকুম,৭১ সালে যুদ্ধের সময় অনেকে বাড়ি ঘর রেখে পালিয়ে গিয়েছিল,আমার এক আত্মীয় এমন এক বাড়িতে থাকে,উনি বলেছে ওনার দাদা নাকি কে যেন এই বাড়ি কিছু টাকা দিয়ে সরকারের কাছ থেকে কিনে রেখেছে,আমাকে দাওয়াত দিয়েছে তাদের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য,আমার জন্য কি তাদের বাড়ি বেড়াতে যাওয়া জায়েজ হবে? আমি সালাফি মাসআলা অনুসরণ করি