উস্তায, বেশ কিছুদিন যাবৎ একটা দুআ পূরণের আশায় আছি।আল্লাহ হয়তো এখন উত্তম সময় মনে করছেন না তাই হচ্ছে না।
আমি যদি উক্ত দুআ পূরণের আশায় আল্লাহর রাজি খুশির জন্য আত্মীয় স্বজন, প্রতিবেশী, মিসকিনদের কোনো খাবারের আয়োজন করে খাওয়াই এটা কী ঠিক হবে?আর যদি জায়েজ হয় এতে করে আমার অনেক বদনজরের ভয় হয়।আমল করার পরেও বদনজরের আশঙ্কা থাকবে কী?