আসসালামুয়ালাইকুম ।
১.স্ত্রী স্বামীকে বলল আমার তো কোনো সংসার নেই, তোমার বাবা-মাই তোমার সংসার।
তখন স্বামী বলল "হুম, আমার বাবা মাই আমার সংসার,সব। এটাই নিয়ম।"
২.স্ত্রী বলল তোমার কাছে আর আসবো না, তোমার সাথে আর কথা বলবো না।
স্বামী বলল "আচ্ছা এসো না, কথা বলো না।"
৩.স্ত্রী রাগ করে আলাদা রুমে চলে গেছে,( তালাকের নিয়তে না) স্বামী আনতে গেলে স্ত্রী আর আসবে না বলছে। তখন স্বামী বলছে আচ্ছা এখানেই থাকো। আমার সাথে থাকতে আমার ঘরে আর এসো না।
পরে এক পর্যায়ে স্ত্রী স্বামীর কাছে আসলে স্বামী বলে যে এখন কেনো আসছো।যাও ঐ রুমে আলাদা থাকো"
উপরের কথোপকথন দ্বারা কি দাম্পত্য জীবনে কোন সমস্যা হয়েছে???
৪.স্বামী তার স্ত্রীকে বলল "শোনো তুমি তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট করো, আমার আশা নিয়ে পড়ে থেকো না। তুমি লাইফে বেটার কিছু ডিজার্ভ করো। আমাকে একটা বেবী দিও যাস্ট তাহলেই হবে আমাদের একটা স্মৃতি নিয়ে থাকবো আমি,আমি তো মাত্র ২বছর সংসার করলাম।"
৫."তর বড় বোন,তর ১৪ গোষ্ঠীকে চু*,,,,,,,,*দি" এই বলে স্বামী গালি দিলো
এই গুলাতে কি সমস্যা হয়েছে হুজুর?
৬.বিয়ের আগে সম্পর্ক থাকাকালীন ছেলে ‌যদি বলে ‌মেয়েকে তোমাকে বিয়ে করবো না আমি।বিয়ে হলেও অগ্রিম তালাক দিচ্ছি।পরে ৩বার তালাক উচ্চারণ করে।
এতে কি বিয়ের পর ৩তালাক হয়ে যাবে?
৭.বিয়ের আগে ছেলে যদি মেয়েকে বলে তোমার সাথে যদি বিয়ে হয় আমাদের তালাক হয়ে যাবে,সংসার টিকবে না, সম্পর্ক শেষ হয়ে যাবে, সংসার ভেংগে যাবে। প্রেমের বিয়েতে কেউ সুখী হয় না। (ছেলে এটাই বুঝাতো যে প্রেমের বিয়ে টিকে না বেশি, অশান্তি থাকে। মানে একরকম ভবিষ্যত বাণীর মতো বলতো। শর্তযুক্ত তালাক সম্পর্কে কোনো ধারণা নাই)
এতে কি বিয়ের পর শর্তযুক্ত তালাক হয়ে যাবে?