আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
প্রায় ৪ বছর আগে আমি আমার স্ত্রীকে বাসা থেকে লুকিয়ে বিয়ে করি। তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। ওর বাসা থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিল। তাই আমরা গোপনে কাজীর মাধ্যমে, দুই সাক্ষীসহ কয়েকজন মানুষের উপস্থিতিতে বিয়ে করি, পরে কোর্ট ম্যারেজও হয়। তখন আমাদের বয়স ছিল ২২।
পরিবারকে কিছু জানাইনি। এক সময় চাপ বাড়লে ও বাসা থেকে বের হয়ে যায়। পরে দুই বাসা মিলে সিদ্ধান্ত নেয়, পড়া শেষ করে বিয়ে দেওয়া হবে। আমরা ইনশাআল্লাহ ৬ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব, এজন্য গোপন রেখেছিলাম, ঝামেলা হবে মনে করে।
ও মাঝেমধ্যে আমার বাসায় আসত, আমরা একসাথে থেকেছি। এখন ওর মনে সন্দেহ হচ্ছে, বিয়েটা ঠিকমতো হয়েছে কি না।
প্রশ্ন:
আমাদের বিয়ে কি ইসলামীভাবে হয়েছে? আমরা কি একসাথে থাকতে পারি?
একজন হুজুর বলেছেন, হয়েছে। কিন্তু অনলাইনে দুই রকম কথা আছে। স্পষ্ট উত্তর পেলে খুব উপকার হবে।
আর যদি বৈধ হয়, তবুও যদি সহবাস করতে না চায়, তখন তাকে কীভাবে বুঝাব? অথবা আমার কী করা উচিত?