আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম।  কেউ যদি স্ত্রীকে গলায় শব্দ করে তালাক বলে কিছুটা জিহবা ও নড়ে কিন্তু খুব বেশী না। জিহবা যে যে স্থানে লাগা দরকার সে স্থানে না লাগিয়ে হালকা নাড়িয়ে। শব্দটা যদি তার কান পর্যন্ত আসে তাহলে কি তালাক হবে? জিহবা কি পরিপূর্ণ ভাবে নাড়াতে হবে নাকি হালাক নাড়ানাড়ি করলেও তালাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (680,220 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক পতিত হওয়ার জন্য শর্ত হল, স্বামী কর্তক এমনভাবে তালাকের শব্দ উচ্চারণ করা যাতেকরে স্বামী নিজ কর্ণ দ্বারা তালাকের শব্দ বা বাক্যকে শ্রবণ করতে পারে। প্রশ্নের বিবরণমতে যেহেতু জিহ্বা নাড়ানো হয়েছে, তাই তালাক পতিত হবে। 

لو أجری الطلاق علی قلبہ، وحرک لسانہ من غیر تلفظ یسمع، لا یقع۔ (حاشیة الطحطاوي ۱۱۹ط: کراچی)

فلو طلق أو استثنیٰ و لم یسمع نفسہ لم یصح في الأصح۔ (الدر المختار:۲/۲۵۳ / فصل في القراء ة ط:زکریا دیوبند)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121340

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শব্দটা যদি তার কান পর্যন্ত আসে, তাহলে তালাক হবে। জিহবা পরিপূর্ণ ভাবে নাড়াতে হবে এমন শর্ত নেই বরং ন হালাক নাড়ানাড়ি করলেও তালাক হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...