আসসালামু আলাইকুম। কেউ যদি স্ত্রীকে গলায় শব্দ করে তালাক বলে কিছুটা জিহবা ও নড়ে কিন্তু খুব বেশী না। জিহবা যে যে স্থানে লাগা দরকার সে স্থানে না লাগিয়ে হালকা নাড়িয়ে। শব্দটা যদি তার কান পর্যন্ত আসে তাহলে কি তালাক হবে? জিহবা কি পরিপূর্ণ ভাবে নাড়াতে হবে নাকি হালাক নাড়ানাড়ি করলেও তালাক হয়ে যাবে?