আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
আসসালামু আলাইকুম,  সরকারি চাকরিজীবী কর্মকর্তা দের বেতন আমাদের দেশে তুলনামূলক সেই রকম না তাই লাইফস্টাইল মেইন্টেইন করতে হিমশিম খেতে হয় আলহামদুলিল্লাহ।  এতে করে এই চাকরির পাশা পাশি কোনো ইনভেস্ট মেন্ট করা বা এমন কোনো ব্যবসা যাতে তার চাকরি রত অবস্থায় সময়ের অপব্যবহার হবে না সেরকম ভাবে কি ইনকাম সোর্স করা জায়েজ হবে?
সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী এটা লেখা আছে। িবিধ-১৭সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১৭ নম্বর বিধিতে ব্যক্তিগত ব্যবসা বা চাকরি (অন্যান্য ব্যবসা বা চাকরি) করার বিষয়ে উল্লেখ আছে। এই বিধি অনুসারে, একজন সরকারি কর্মচারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যবসা বা চাকরি করতে পারবেন না।
এটার কোনো যুক্তি সংগত ব্যাখ্যা জানাবেন কাইন্ডলি।

1 Answer

0 votes
ago by (670,170 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আজির বা শ্রমিক দুই প্রকার (১) আজিরে খাস (২) আজিরে আম বা আজিরে মুশতারাক

আজিরে খাস ব্যক্তির জন্য নির্দিষ্ট কাজের সময়ে অন্য কাজ করা জায়েয হবে না। আজিরে আম ব্যক্তির ব্যাপারে উক্ত সময়ে অন্য কাজ করা না করার কোনো বাধ্যবাধকতা নেই। 

 المجلة لسلیم رستم باز: (239/1)
"الأجیر الخاص یستحق الأجرۃ إذا کان فی مدۃ الإجارۃ حاضراً للعمل ۔۔۔۔ غیر أنہ یشترط أن یتمکن من العمل ، فلو سلم نفسہ ولم یتمکن فیہ لعذر کالمطر والمرض ، فلا أجر لہ ، ولکن لیس لہ أن یمتنع عن العمل وإذا امتنع لا یستحق الأجرۃ"

رد المحتار: (کتاب الاجارة، 82/9)
والثاني وہوالأجیر الخاص ویسمی أجیر وحد وہو من یعمل لواحدٍ عملاً موقتاً بالتخصیص ویستحق الأجر بتسلیم نفسہ في المدۃ وإن لم یعمل کمن استؤجر شہراً للخدمۃ أو شہراً لرعي الغنم المسمی بأجر مسمی ۔۔۔۔ ولیس للخاص أن یعمل لغیرہ ، ولو عمل نقص من أجرتہ بقدر ما عمل ۔۔۔۔۔ وإن لم یعمل أي إذا تمکن من العمل فلو سلم نفسہ ولم یتمکن منہ لعذر کمطر ونحوہ لا أجر لہ" 
وكذا في بحر الرائق: (کتاب الاجارة، 52/8)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একজন সরকারি কর্মচারী/ কর্মকর্তা সরকারি কাজের সময় ব্যতিত অন্য সময়ে ভিন্ন কাজ করতে পারবে। তবে শর্ত হল, ডিউটি সময়কে অন্যকোনো কাজে ব্যয় করা যাবে না।নিজে সমস্ত চিন্তাচেতনা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়েই ডিউটি করতে হবে। যেহেতু সরকারি নিয়মকে মেনে সরকারি বিধিকে সমর্থন দিয়েই চাকুরীতে জয়েন হতে হয়, অন্যদিকে সরকারি সুযোগ সুবিধাও প্রচুর, তাছাড়া অন্য কোনো কাজ বা ব্যবসা শুরু করলে সরাকরি কাজে, বাধাপ্রাপ্ত হওয়াই স্বাভাবিক। তাই সরকারি চাকুরী অবস্থায় অন্যসব কাজ থেকে দূরে থাকাই সতর্কতামূলক পদক্ষেপ। যেহেতু সরকারি কাজকে বাধামুক্ত করতেই সরকারি এমন বিধান, তাই এ বিধান নিন্দনীয় হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...