আসসালামু আলাইকুম,
আমি বিগত অনেকদিন ধরে খারাপ সপ্ন দেখতেসি, যখন একা ঘুমাই তখন এই সমস্যা টা বেশি হয়। আল্লাহ মাফ করুক। সপ্নে সাপ অনেকবার দেখসি, সাপ পিছনে তাড়া করতেসে, মারা গেসে এরম। কেউ আমার উপর কালো জাদু করসে, আমার মাথায় তাবিজ ঝুলতেসে, এই সপ্নটা সকালে দেখসি
অনেক সপ্নের কথা মনে ও নাই তবে সকালে আবার রাতে এসব সপ্ন দেখতেসি। আল্লাহ রক্ষা করুক।
এসব স্বপ্নের কি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে?এগুলো থেকে বাঁচতে কি করতে পারি?