ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মৃত্যু পরবর্তী সম্পদকে আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।
মানুষ তার জীবদ্দশায় যেভাবে ইচ্ছা সম্পদ বন্টন করে দিতে পারবে। তবে তখন নিজ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা উচিত। তবে ওয়াজিব নয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেহেতু আপনার বাবা মনস্থ করে ফেলছেন যে, তিনি তার জীবদ্দশায় তার ছেলে সন্তানকে বড় ফ্ল্যাট দিবেন। এবং মেয়েদেরকে ছোট ছোট ফ্ল্যাট দিবেন। এবং আপনি মেয়ে হিসেবে বাবার কাছ থেকে ছোট ফ্ল্যাট পাবেন। এখন যেহেতু আপনি ভাবছেন যে, আপনার জন্য কৃষিক্ষেত ই ভালো হবে, তাই আপনি ফ্ল্যাটের পরিবর্তে কৃষি ক্ষেতের কথা বাবাকে বলতে পারবেন। এবং বাবারও উচিত আপনাকে ফ্ল্যাটের পরিবর্তে কৃষি ক্ষেত ক্রয় করে দেয়া।
(২) আপনার বোনের স্বামীকে স্বর্ণ দেয়া হবে, এখন আপনার তালাক হয়ে যাওয়া স্বামীর জন্য আপনি বাবার স্বর্ণ স্বর্ণ দাবী করে নিজের জন্য রেখে দেওয়ার ইচ্ছা, এমন মনোভাব কখনো উচিত না। বাবার কাছে আবদার রাখতে পারেন, তবে আপনাকে দেয়া বাবার উপর ওয়াজিব না।