আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এক বোনের মুন্সি বিবাহ হয়, দুজন সাক্ষীর উপস্থিতিতে ৩ বছর আগে। ছেলেটি রেজিস্ট্রি করতেও চায় না। দেখা সাক্ষাৎ হতো না সেভাবে। রিসেন্টলি ছেলেটি পারিবারিকভাবে অন্য জায়গায় বিয়ে করে। সেই বোন ছেলের বাড়িতে জানালে তারা বলে এটার কোনো ভিত্তি নাই। ছেলের কাছে তালাক চাইলে সে বলে মুখে বলতে পারবে না। কিন্তু এখন যোগাযোগ বিচ্ছিন্ন একমাস। বোনটি ছেলের ভাইকে আবারো অনুরোধ করেন ছেলেটি যেনো তিনটি কথা বলে দেয়। সেই বোনের বোন দুলাভাইরাও ছেলের ফ্যামিলিকে জানায় তিন তালাক বলে দিতে। ছেলে বলছে সে মুখে বলবে না। এটার কোনো ভিত্তি নাই। ছেলের সাথে বোনটির কোনো যোগাযোগ নাই। বোনটি সাক্ষী ছিলো যারা তাদের কাছে জানায়। খুলা তালাকের জন্য আবেদন করে। তারাও ছেলেটির সাথে কন্টাক্ট করতে পারছে না।
এমতাবস্হায় খুলা তালাক পেতে করনীয় কি?
অন্য জায়গায় বিয়ে কি বৈধ হবে? বৈধ করতে করনীয় কি?