আছসালামু আ'লাইকুম
আমি একজন ডিজাইনার,ডিজাইন পোস্ট করার পর যদি কমেন্ট বা রিয়েক্ট করা হয় তাহলে ওই পোষ্টের রিচ বাড়ে,এমন হতে পারে আমি যদি কাউকে না দেই সে হয়তো আমাকে নাও দিতে পারে,এখন আমার প্রশ্ন হলো
আমি যদি কোন ইসলামিক পোস্ট দেখি সে ক্ষেত্রে কি সেটা নন মাহরামের পোস্ট হওয়া সত্ত্বেও সেখানে কমেন্ট বা রিয়েক্ট করতে পারব, আর আমি এটা জানতে চাই যে আমার কাজের জন্য আমি কি নন মাহরামের পোস্টে কমেন্ট বা রিয়েক্ট করতে পারব ওই ডিজাইন বিষয়ক ?
আমার ডিজাইনে যদি কোনো নন মাহরাম,ডিজাইন নিয়ে কমেন্ট করে তাহলে কি আমি উত্তর দিতে পারব এবং আমার ডিজাইন নিয়ে প্রশংসা করার কারণে কি তার কমেন্টে রিয়েক্ট দিতে পারব ?
কোন বিধর্মী মেয়ে অথবা ছেলে যদি আমার ডিজাইন নিয়ে কমেন্ট করে তাহলে কি তাদেরকে আমি উত্তর বা তাদের কমেন্টে রিয়েক্ট দিতে পারব ?