আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
Assalamualaikum wa rahmatullahi wa barakatuh
১.উস্তাদ আমি একদিন স্বপ্নে দেখলাম একজন লোকের একটা গরু মারা গিয়েছে তাই সবাই মিলে গরুটাকে কবর দিয়ে দিয়েছে। কিন্তু গরুটা আসলে মারা যায় নি , ওটাকে কবর দেওয়ার কিছুক্ষণ পর সেটা কবর ফুঁড়ে বের হয়ে আসে , তখন গরুটার শরীরে কোনো চামড়া ছিল না , খালি গোশত আর রক্ত দেখা যাচ্ছিল , আশেপাশের লোকজন তখন মাইকিং করতেছিল যেনো কেউ গরুটাকে কিনে কুরবানী দিয়ে দেয় , কিন্তু কেউই নিতে চাচ্ছিল না ।
উস্তাদ এই স্বপ্নটার ব্যাখা জানতে চাচ্ছি।

২. উস্তায আমি বেশ কয়েকদিন যাবত অসুস্থ আলহামদুলিল্লাহ , এই মুহূর্তে কিছু আমল সর্ম্পকে  জানাবেন  যেন দ্রুত সুস্থ হতে পারি আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা এর দয়ায়

1 Answer

0 votes
ago by (639,720 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
আপনি এ স্বপ্নের কথা কাউকে বলবেননা। 
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন,রাতে ঘুমানো আগে অযু করে পবিত্র কাপড়,পবিত্র বিছানায় তিন কুল পড়ে শরীরে ফুক দিয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন।
একাকী ও পূর্ণ অন্ধকার রুমে না ঘুমানোর চেষ্টা করবেন।

উক্ত স্বপ্নের দরুন কোনো সমস্যা হবেনা, ইনশাআল্লাহ 

(০২)
সুস্থ হওয়ার আমলঃ-

সূরা ফাতিহা রোগীর ওপর পড়া যেতে পারে। এটি “রুকিয়া” হিসেবে প্রমাণিত:

“সূরা ফাতিহা দ্বারা রুকিয়া করার বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস দ্বারা প্রমাণিত।  সহীহ বুখারী: 2276

পদ্ধতি:
রোগীর গায়ে ফুঁক দিয়ে বা পানি পড়ে পান করানো যায়।

২. আয়াতুল কুরসী (সূরা বাকারা: ২৫৫)

আয়াতুল কুরসী পড়ে ফুঁক দিলে বা পানিতে পড়ে পান করালে শিফা লাভ হয়।

৩. সূরা আল-ইখলাস, ফালাক ও নাস

রসূল (ﷺ) রাত্রে ও সকালে এই তিনটি সূরা পড়তেন, রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য।

 পদ্ধতি:
৩ বার করে পড়ে নিজে বা রোগীর গায়ে ফুঁক দিন।

৪. সূরা ইউসুফ: ৮৪–৮৬ ও ৯৩ নং আয়াত

ইয়া'কুব (আঃ) চোখের অন্ধত্ব থেকে সুস্থ হয়েছিলেন ইউসুফ (আঃ)-এর জামা চোখে লাগিয়ে। এই আয়াতগুলোতে শিফার দোয়ার শিক্ষা আছে।

★হাদীসের দোয়া ও আমলসমূহ

১. রাসূল (ﷺ)-এর শেখানো রোগী সুস্থতার দোয়া

 أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

“হে মানুষের প্রভু! কষ্ট দূর করে দাও। তুমি চিকিৎসক। তোমার ছাড়া অন্য কারো শিফা নেই। তুমি এমন শিফা দাও যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে।”
 সহীহ মুসলিম: 2191

২. হাত বুলিয়ে দোয়া পড়া

“বিসমিল্লাহ” তিনবার পড়ে রোগীর জায়গায় হাত রেখে সাতবার নিচের দোয়া পড়া:

اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، وَاشْفِ أَنْتَ الشَّافِي... (উপরের দোয়া)

৩. তিনবার বলুন:

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

অর্থ:
“আল্লাহর নামে, যার নামের বরকতে আকাশ ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”

আবু দাউদ: 5088, তিরমিযি: 3388 (সাহাবিদের মতে সকালে ও সন্ধ্যায় ৩ বার পাঠ করলে কোনো ক্ষতি হয় না)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুরআনের উল্লেখিত সূরাগুলো ও হাদীসে বর্ণিত দোয়াগুলো পানিতে পড়ে আপনি খেতে পারেন,উপরে উল্লেখিত পদ্ধতিতে প্রত্যহ আমল করতে পারেন,সেই পানি দিয়ে গোসল করতেও পারেন।।

আরো পরামর্শ:

তাওবা ও ইস্তেগফার বেশি বেশি করুন।
সাদকাহ/দান রোগ দূর করার মাধ্যম হয় (হাদীস অনুযায়ী)।
আল্লাহর উপর তাওয়াক্কুল এবং সবর রাখুন।
পাঁচ ওয়াক্ত সালাত বজায় রাখুন।
হালাল ও পরিচ্ছন্ন খাবার গ্রহণ করুন।
পরিস্কার পরিচ্ছন থাকুন।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 355 views
...