আসসালামু আলাইকুম,
আমি জব করতে চাইলে আমার স্বামী জব করার বিরুদ্ধে কিছু একটা বলে।কিন্তু কি বলে সেটা আমার মনে নাই। আমার মনে হয় হয়তো এমন বলেছে যে যদি চাকরি করো আমার সাথে সম্পর্ক শেষ করে করবা বা তোমার সাথে সম্পর্ক শেষ। কি বলেছিল আমার এক্টুও মনে নাই।তাকে জিজ্ঞেস করলে বলে আমি এসব কিছুই বলিনাই।এখন আল্লাহ না করুক সে যদি কোন কেনায়া বাক্য অইদিন বলে থাকে।কিন্তু আমাদের কারোর ই কিছু মনে নাই।আর কেনায়া বাক্যে তো নিয়ত জরুরি। যেহেতু তার মনেই নাই সে কি বলেছিল সুতরাং তার নিয়ত ও তো মনে নাই।। এক্ষেত্রে কি আমি চাকরী করতে পারবো।