আসসালামু আলাইকুম হুজুর।
(প্রায় বছর খানেক আগে হযরত ইমদাদুল হক হুজুরের সাথে আমার অবস্থার বিষয়ে কথা হয়েছিল। হুজুর আমাকে বলেছিলেন আমি ওসওয়াসায় আক্রান্ত)
আজকে হুজুরের কাছে আমার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে চাই। হুজুরের কাছে অনুরোধ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্যে। হুজুর ব্যস্ত মানুষ, প্রয়োজনে সময় নিয়ে উত্তর দেন। আমি পেরেশান অবস্থায় হুজুরের কাছে অনুরোধ করছি আমার প্রশ্নটি এড়িয়ে যাবেন না।
আমি আমার বিবি আর এক বছরের বাচ্চা সহ ঢাকায় থাকি। গত কাল রাত্রে আমার বিবি আমার সাথে রাগ করে, আজকেও আমার বিবি আমার সাথে ঠান্ডা মেজাজে কথা বলে না। আমি তখন রাগ করে উচ্চ গলায় বলি যে, বাসায় কোন কাজ নেই এরজন্য আমার সাথে খারাপ আচরণ করো, তোমার খারাপ আচরণ আমার সহ্য হয় না। সে বাসার কাজ করে না এই কথা শুনে আরো রাগারাগি করে এবং আমার বাবা মার বিষয়ে কথা বলে। যখন আমার বাবা মার বিষয়ে কথা বলে তখন আমি ওর গালে চড় দিছি। চড় তেমন জোরে লাগে নি। পরে আমার বিবি কান্না শুরু করে এবং সে বলে আমার ভাত সে খাবে না অর্থাৎ আমার সংসার সে করবে না। সে বোরখা পরে, এবং মেয়েকে কোলে নেয়। (তখন আমি খাটে বসা ছিলাম, খাটে থেকে উঠি এবং চিন্তা করি, আমি কি বলবো এখন" আমি চিন্তা করি আমি কি মেয়েকে ধরবো শুধু, তাহলে তো আমার বিবি ভাবতে পারে, আমি কি ওর সিদ্ধান্ত কে বাধা দেই নি?)
এগুলো আমি ভাবতেছি এবং আমার বিবির সামনে দাড়াইছি। আমার বিবি আমাকে বলে, "কি মেয়ে নিয়ে যাইতে দিবা না? মেয়েকে রাখো।"
("তখন আমি আমার বিবি কে হাতের দিকে ধরে বলি চুপ করে ঘরে বসো, কারণ আমি চাই না যে, আমার বিবির সাথে আমার সম্পর্ক নষ্ট হোক।" আমি তখন ভাবতেছিলাম আমার বিবি যে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং সংসার নিয়ে কথা বলে এইটা ওর বাবা অথবা ওর বাসার লোক জানুক, তারা যেন ওকে শাসন করে, যাতে ও আমার সাথে ভালো আচরণ করে)
আমার বিবিকে ঘরে বসতে বলার পর পরই ও খটের উপর বসে এবং আমার উক্ত এই ভাবনা থেকেই, আমার বিবি খাটে বসার পর আমি ফোন হাতে নিয়ে বলি তোমার বাবাকে ফোন দেই, তোমার বাবা আসুক। (ও খাটে বসা এবং আমি ওর বাবার কথা বলার মাঝখানে, ও সংসার না করতে চাওয়ার মত আবারো কিছু বলছে কিনা, আমার মনে নেই। সম্ভবত আমার স্ত্রী খাটে বসার পরও আমাকে উদ্দেশ্য করে বলেছে, "ওর মত স্বামীর দরকার নেই, মাইর খেয়েও কি সংসার করতে হবে নাকি, ছেলের কি অভাব নাকি" ইত্যাদি। তারপর আমি ওর বাবার কথা বলেছি) কিন্ত ওর বাবার কথা শুনার পর আরো রাগারাগি করে। এরপর আমি চুপ ছিলাম।
আমি মাঝে মাঝে মাসাআলা পড়ি,
>এখনে আমার বিবি আমার সাথে সংসার করতে না চাওয়ার একটু পরেই যে আমি ওর বাবকে ফোন দিতে চাইলাম, ওর বাবাকে আসতে বলতে চাইলাম, এইটা কি মুজাকারা তা* এর অন্তর্ভুক্ত কিনা? (যদিও আমি তা* এর নিয়তে ওর বাবা কথা বলি নি। ওর বাবা ওকে শাসন করবে এর ফলে ও আমার সাথে খারাপ আচরণ করবে না এইটা ভেবে ওর বাবার কথা বলেছি)
> নাকি,আমি ওসওয়াসায় আক্রান্ত বিবেচনায় মুজাকারা তা* পতিত হবে না?
এখন আমার কি করণীয়?
নিচে আমার বিভিন্ন সময়ে করা কিছু প্রশ্নের লিংক দেওয়া আছে, মেহেরবানি করে দেখবেন আমি ওসওয়াসায় আক্রান্ত বিবেচিত কিনা?
https://ifatwa.info/120259/
https://ifatwa.info/118621/
https://ifatwa.info/98749/
https://ifatwa.info/98649/
https://ifatwa.info/118628/
https://ifatwa.info/98774/
https://ifatwa.info/91550/
https://ifatwa.info/97731/
https://ifatwa.info/97038/
https://ifatwa.info/94074/
https://ifatwa.info/91415/
https://ifatwa.info/89527/
https://ifatwa.info/99119/
এছাড়াও আমার আরো ওসওয়াসা আসে, *অফিসে কাজ করার সময় বিভিন্ন সংখ্যা বলা বা লেখার সময়। * আমার সাথে অফিসের কলিগরা কাজের কথা বলার সময়, তাদের অনেক কথায় আমার চিন্তা হয়, তাদের কথায় কি আমার শর্তযুক্ত তা* বুঝায় কিনা)