আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
449 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
তিন ভাই তিন বোনের মধ্যে এক বোনের কোন পুত্র সন্তান নেই তাহলে সে তার বাবা সম্পত্তির কত অংশের মালিক হবে? আবার বাবা জীবিত থাকা কালীন ঐ তিন ভাইয়ের এক ভাই মারা গেছেন এবং ওয়ারিশ হিসেবে রেখে গেছেন এক স্ত্রী, এক পুত্র, এক কন্যা৷ এখন বাবা তার  ছেলে বেঁচে থাকলে যতটুকু পেত ততটুকু তার পুত্রবধু এবং নাতি নাতনির জন্য  অসিয়ত করে গেছে ৷ এরকম পরিস্থিতিতে ইসলাম কিভাবে বা কোন নিয়মে এই সম্পত্তি ভাগ করার কথা বলে?

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে পিতার সমুদয় সম্পদকে মোট ৯ ভাগে ভাগ করা হবে। এর মাঝে ৬ ভাগ দেয়া হবে ৩ ছেলেকে সমান হারে তথা ২+২+২ করে।
তথা প্রতি পুত্র পাবে দুই ভাগ করে।

বাকি তিন ভাগকে তিন বোনের মাঝে সমানহারে ভাগ করা হবে। তথা প্রতি কন্যা পাবে এক ভাগ করে।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন : 

يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ

অর্থ : আল্লাহ তোমাদের সন্তান-সন্ততি সম্পর্কে আদেশ দিচ্ছেন যে, এক ছেলের অংশ দুই মেয়ের অংশের সমান। কিন্তু যদি কেবল (দুই) বা দুই-এর অধিক মেয়েই থাকে তবে মৃত ব্যক্তি যা কিছু রেখে গেছে, তারা এর দুই-তৃতীয়াংশ পাবে। আর যদি শুধু একজন মেয়ে থাকে তবে সে অর্ধেক পাবে। (সূরা নিসা ৪ : ১১)

(০২)
হাদীসে বর্ণিত হয়েছে,

عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي، زَمَنَ حَجَّةِ الوَدَاعِ، فَقُلْتُ: بَلَغَ بِي مَا تَرَى، وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: لاَ قُلْتُ: بِالشَّطْرِ؟ قَالَ: لاَ قُلْتُ: الثُّلُثُ؟ قَالَ: الثُّلُثُ كَثِيرٌ، أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ، وَلَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فِي امْرَأَتِكَ
হযরত আমের ইবনে সাদ তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বিদায় হজ্বের সময় আমার এক কঠিন পীড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন। তখন আমি বললাম, আমার মুমূর্ষ অবস্থা তো আপনি দেখছেন, এদিকে আমার অনেক সম্পদ আছে। আর আমার একমাত্র ওয়ারিস আমার মেয়েই। আমি কি আমার সম্পদের দুই তৃতীয়াংশ (গরীবদেরকে) সদকা করে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক? নবীজী বললেন, না। এক তৃতীয়াংশ? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক তৃতীয়াংশ এবং এক তৃতীয়াংশও অনেক। নিশ্চয়ই তুমি যদি তোমার ওয়ারিসদেরকে স্বচ্ছল রেখে যাও
তাহলে সেটা উত্তম হবে তাদেরকে এমন দরিদ্র রেখে যাওয়ার চেয়ে যে, তারা মানুষের কাছে হাত পাতবে। তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্যেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে। এমনকি স্বীয় স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও। -সহীহ বুখারী, হাদীস ১২০

★শরীয়তের বিধান মতে এক্ষেত্রে পুত্র আগেই মারা যাওয়ার কারনে যেহেতু তার স্ত্রী সন্তান সম্পদ পায়না,তাই প্রশ্নে উল্লেখিত ওসিয়ত ছহীহ আছে।
,
ওসিয়তের ক্ষেত্রে মাইয়্যিতের এক তৃতীয়াংশ সম্পদ থেকে ওসিয়ত পূরন করতে হয়,সুতরাং এক্ষেত্রে যতটুকুর ওছিয়ত তিনি করে গেছেন,এটা যদি  মাইয়্যিতের এক তৃতীয়াংশ সম্পদ বা তার চেয়ে কম হয়,তাহল তো কোনো সমস্যা নেই।
এই অছিয়ত পূরন করার পর বাকি সম্পত্তি ওয়ারিশ দের মাঝে বন্টন হবে।
,
পিতা যতটুকুর ওছিয়ত  করে গেছেন,এটা যদি  মাইয়্যিতের এক তৃতীয়াংশ সম্পদের চেয়ে বেশি হয়,তাহলে এক তৃতীয়াংশ সম্পদের মধ্যেই অছিয়ত পূরন করব।  
বাকি সম্পত্তি  দুই তৃতীয়াংশ ওয়ারিশ দের মাঝে বন্টন হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
বাবা মৃত্য, বাবার মোট সম্পদ জমি দুইশত শতাংশ আমাদের মা জীবিত, আমরা তিন ভাই ও এক বোন , এখন মা উনার স্বামীর সম্পত্তি কত শতাংশ পাবেন, এবং বোন উনার বাবার সম্পত্তি কত শতাংশ পাবেন, এবং তিন ভাই কত শতাংশ করে পাবেন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...