আমার বাবা ছাড়া আয়ের আর কেউ নেই, আমার বড় ভাই ঢাকায় ছোট চাকরি করে, যাতে তারই চলে, আমি মেয়ে। আমার মা পর্দার জন্য উকালতি ছেড়ে দিয়েছেন। বাবার পেনশনই সংসার চলে। আর সঞ্চয়পত্র আছে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশুনা করছি আর আলিম প্রিপেটরী কোর্সে ৩য় সেমিস্টারে আছি। এইটাকা কি আমার জন্য হালাল হবে?