ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অর্ধেক সন্তান ভূমিষ্ট হওয়ার পূর্ব পর্যন্ত নামায পড়তে হবে। যদি হুশ ঠিক থাকে, তাহলে শেষ পর্যন্ত ইশারার মাধ্যমেও নামায পড়তে হবে।যদি সর্বع⁷শেষ ইশরার মাধ্যমেও পড়া সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে কা'যা পড়তে হবে। যদি অর্ধেক সন্তান ভূমিষ্ট হয়ে যায়, তাহলে তখন যে রক্তস্রাব বের হবে, সেটা ইস্তেহাযা হিসেবে গণ্য হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/91412
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অর্ধেক বাচ্চা বের হওয়ার পর যে রক্ত আসবে, কেবলমাত্র সেটাকেই নেফাস গণনা করা হবে।
একদম প্রসবকালীন ব্যাথা উঠলে, কিন্তু রক্ত বের না হলে,তখনও সালাত আদায় করতে হবে।
(২) একদম প্রসবকালীন ব্যাথা উঠলে এবং রক্ত বের হলে,তখনো সালাত আদায় করতে হবে। তবে অর্থেক বা তার চেয়ে বেশী সন্তান বের হওয়ার পর রক্তস্রাব যেহেতু নেফাসের রক্তস্রাব, তাই নামায আর পড়তে হবে না।