বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক পতিত হওয়ার জন্য তালাক শব্দের নিসবত বা সম্বন্ধ স্ত্রী দিকে হওয়া জরুরী। স্ত্রীর দিকে তালাক শব্দের সম্বন্ধ ব্যতিত তালাক পতিত হবে না। সম্বন্ধ দুইভাবে হতে পারে।(১) সরাসরি স্পষ্ট শব্দে স্ত্রীর দিকে তালাক শব্দের সম্বন্ধ হওয়া।(২) অর্থগতভাবে সম্বন্ধ হওয়া।
সম্বন্ধটি সরাসরি স্ত্রীর দিকে হওয়া জরুরী নয়। অর্থগতভাবে সম্বন্ধ হলেও তালাক পতিত হয়ে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1510
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"আমি যখনই তালাক বলব তালাক হবে" এখানে এই বাক্যটি শর্তযুক্ত তালাক হিসেবে গ্রহণযোগ্য হতে কোনো বাধা নেই, কেননা এখানো অর্থগতভাবে নিসবত গ্রহণযোগ্য হবে। তবে যদি স্বামী হলফ করে বলে যে, তার উদ্দেশ্য তার স্ত্রী ছিল না, তাহলে তখন শর্তযুক্ত তালাক হিসেবে বিবেচিত হবে না।