আসসালামু 'আলাইকুম,
মেসে ওঠার আগে ২০০০ টাকা জামানত হিসেবে নেয়া হয়েছিলো। তখন শর্ত ছিলো মেস ছাড়ার ১ মাস আগে জানাতে হবে যে মেস ছাড়ছি, না জানালে মেস ছাড়তে পারবো কিন্তু জামানত ফেরত পাবো না। মাঝখানে মেস মালিক হঠাৎ করে মেসের ভাড়া অনেক বাড়িয়ে দেয় আর নিয়ম কানুন এ পরিবর্তন আনেন। আর বলেন, আগষ্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে, এখন যদি কেউ আজ ই চলে যেতে চায় সে আজ ই চলে যেতে পারবে। তার কোনো সমস্যা নেই। তার কথার উপর ভিত্তি করে সেদিন ই নতুন আরেকটি মেসে রুম বুক করে এসেছি, যেহেতু সে বলেছে আগষ্ট এর আগে যেকোনো সময় যেতে পারবো, তাই ভেবেছি জামানত টাও পাবো।এখন আমি ৭ দিনের মধ্যে রুম ছাড়তে চ্যাচ্ছি, এখন উনি বলছেন উনি জামানত ফেরত দিতে পারবেন না, কথার মারপ্যাঁচ এ ফেলছেন আর বলছেন ১ মাস আগে না জানিয়ে জামানত ফেরত পাবো না। এটা নিয়ে আমি অনেক রাগারাগি করেছি, কথা ও শুনিয়েছি, কারণ আমার কাছে এটা অন্যায় লেগেছে। আমার প্রশ্ন হলো
১. এই যে এক মাস আগে বলতে হবে না বললে জামানত ফেরত দেয়া হবে না, এই নিয়ম জারি করা কতোটা গ্রহণযোগ্য। একটা রুম বা বাসায় উঠেছি, জামানত দিয়েছি যেটা আমার নিজের টাকা, চলে যখন ই যাই, অনেকের ইমার্জেন্সি কন্ডিশন এ হুটহাট শিফট করতে হতে পারে, সে ক্ষত্রে মালিক রা জামানত ফেরত না দিয়ে যে পুরো টাকা আত্মসাৎ করে, এটা কি বৈধ? টাকা টা আমার, আমি যখন ই ছাড়ি, সেই টাকা তো আমার প্রাপ্য, এই ব্যাপারে জানতে চাচ্ছি।
২. যদি আমি ভুল হয়ে থাকি, আমার ভয় হচ্ছে যে আমি ওনার উপর অনেক রাগ দেখিয়েছি, অন্যের হক নষ্ট করলাম কিনা ভয় করছে, এ ক্ষেত্রে আমার করণীয়।
৩. আমার এই মাসের ভাড়া পুরো ক্লিয়ার করা আছে, শুধু কারেন্ট বিল ৩০০ টাকা দেয়া বাকি। আমাকে জামানত ফেরত না দিলে আমি কারেন্ট বিল না দিয়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছি, কারণ ওদের কাছে আমার ২০০০ টাকা প্রাপ্য, আর কারেন্ট বিল ৩০০। এটা কি সঠিক হবে কিনা জানতে চাই।