ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)শশুর শাশুড়ীকে সম্মানার্থে বাবা/মা ডাকা যাবে।
সাবালিকা মেয়ে তার পালক পিতার সাথে অবশ্যই পর্দা করবে।
(২) পরিবারের সবাই বিয়ের ক্ষেত্রে রাজি হলেও মেয়ের বাবা যদি রাজি না থাকে ও বিয়েতে সম্মতি না দেয়, পরিবারের অন্য সদস্যের দ্বারা ওই মেয়ের বিয়ে হলে সে-ই বিয়ে শরিয়ত সম্মত হবে যদি ছেলের কুফু মেয়ে থেকে উচ্চ মানের হয়। যদিও বিয়ে বিশুদ্ধ হবে তবে পিতাকে সাথে নিয়ে বিয়ে হলে, তাতে বরকত অনেক অনেক বেশী হবে।
ساس اور سسر ماں، باپ کے درجے میں ہوتے ہیں، ان کے حقوق وہی ہیں جو ماں باپ کے ہیں اس لیے ان کے ادب و احترام میں انھیں ساس اور سسر کے بجائے امی اور ابو وغیرہ کہہ سکتے ہیں، جائز ہے۔ واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 1568
دارالافتاء،
دارالعلوم دیوبند