আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১.আমি শুনেছি আপন পিতা ছাড়া অন্য কাউকে বাবা ডাকা হারাম, তার জন্য নাকি জাহান্নাম।
তাহলে শশুরকে বাবা/আব্বা ডাকলেও কি সেটা হারাম হবে?
আর যদি বাবা/আব্বা ডাকা গুনাহের কাজ হয় তাহলে শশুর কে কোন ডাকে ডাকা যাবে?
আবার, পালক পিতাকেও কি বাবা ডাকা যাবে কিনা?

সাবালিকা মেয়ে পালক পিতার সাথে পর্দা করবে কিনা যদি একেবারে শিশু বয়স থেকে লালন পালন করে?
২. পরিবারের সবাই বিয়ের ক্ষেত্রে রাজি হলেও মেয়ের বাবা যদি রাজি না থাকে ও বিয়েতে সম্মতি না দেয়, পরিবারের অন্য সদস্যের দ্বারা ওই মেয়ের বিয়ে হলে সে-ই বিয়ে কি শরিয়ত সম্মত হবে বা জায়েজ হবে?

1 Answer

0 votes
by (680,280 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)শশুর শাশুড়ীকে সম্মানার্থে বাবা/মা ডাকা যাবে। 
সাবালিকা মেয়ে তার পালক পিতার সাথে অবশ্যই পর্দা করবে। 

(২) পরিবারের সবাই বিয়ের ক্ষেত্রে রাজি হলেও মেয়ের বাবা যদি রাজি না থাকে ও বিয়েতে সম্মতি না দেয়, পরিবারের অন্য সদস্যের দ্বারা ওই মেয়ের বিয়ে হলে সে-ই বিয়ে শরিয়ত সম্মত হবে যদি ছেলের কুফু মেয়ে থেকে উচ্চ মানের হয়। যদিও বিয়ে বিশুদ্ধ হবে তবে পিতাকে সাথে নিয়ে বিয়ে হলে, তাতে বরকত অনেক অনেক বেশী হবে।

ساس اور سسر ماں، باپ کے درجے میں ہوتے ہیں، ان کے حقوق وہی ہیں جو ماں باپ کے ہیں اس لیے ان کے ادب و احترام میں انھیں ساس اور سسر کے بجائے امی اور ابو وغیرہ کہہ سکتے ہیں، جائز ہے۔ واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 1568
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...