আসসালামু আলাইকুম,
আমি ফ্রিলান্সিং শিখছি যেখানে আমার কাজ হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে পণ্যের বিক্রি বাড়িয়ে দেয়া। এখন বিদেশে মহিলাদের ছোট কাপড়ের ব্যবসা আছে, তারা এগুলো অনলাইনে এবং দোকানে বিক্রি করে। আমি যদি অনলাইনে বিক্রি বাড়ানোর চেষ্টা করি, আমার আয় কি হালাল হবে? যারা অনলাইনে কিনবে, সম্ভাবনা থাকে তারা আবার দোকান থেকেও কিনবে।
যতটুক জানি, ক্রেতা পর্দাশীল হলে বিক্রিতে সমস্যা নেই কারণ সে হয়তো তার স্বামীর জন্য কিনবে যা জায়েজ আছে। কিন্তু ইউরোপ - আমেরিকায় তো বিক্রেতা এতো কিছু দেখবে না। জিনিস নিজে হালাল, কিন্তু যে কিনবে তার ওপর নির্ভর করছে কাপড়টি বিক্রি করা হালাল হবে নাকি হারাম।
জাযাকাল্লাহু খাইরান।