ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইহরাম ব্যতিত মীকাত অতিক্রম করলে,এর জন্য গোনাহ হব ঐ ব্যক্তির উপর ওয়াজিব যে,সে আবার মীকাতে এসে ইহরাম বেধে তারপর হজ্বের নিয়ত করবে।ইহরাম ব্যতিত মীকাত অতিক্রম করার দরুণ তার উপর দম ওয়াজিব হবে।
সময় কম বা সাথীদের হারানোর ভয় ব্যতিত যদি কেউ আবার মীকাতে না আসে,তাহলে তার দুইটি গোনাহ হবে।ইহরাম ব্যতিত মীকাত অতিক্রম করার গোনাহ, এবং আবার মীকাতে না যাওয়ার গোনাহ।
(কিতাবুন নাওয়াযিল-৭/৩৩৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মসজিদে হারামের সীমানা মীকাতের সীমানার অন্তর্ভুক্ত। অর্থাৎ মীকাতের সীমানা মসজিদে হারামের সীমানার আরো অনেক দূর থেকে শুরু হয়। আপনি সম্ভবত মূল বিষয় সম্পর্কে সম্যক অবগত নন। ইহরাম পরিহিত অবস্থায় মীকাতের সীমানার বাহিরে গিয়ে আবার মীকাতের ভিতরে আসতে চাইলে কোনো সমস্যা নেই। ইহরাম ব্যতিত আসলে দম ওয়াজিব হবে।
(২) মসজিদে আয়েশা (রাদিয়াল্লাহু তায়ালা আনহা) থেকে ইহরাম করে আসাটা বিশুদ্ধ মতানুযায়ী সঠিক হয়েছে।
(৩) জেদ্দা হারামের সীমানা আর মীকাতের সীমানা উভয়েরই ভিতরে।