এটা ছিল আমার গের প্রশ্ন - আসসালামু আলাইকুম, আমাদের বাথরুমের যেই কাপড় ঝুলানোর জায়গাটা আছে আমি সেটা পাক না, অনেক সময়ই ভেজা নাপাক কাপড় রাখি, পরে ধুয়ে ফেলি কিন্তু এবারও নাপাক ছিল আর ধুইতে মনে নেই। এমতাবস্থায় আমাদের বাসায় মেহমান আসে আর তারা গোছল করে এবং তাদের কাপড় ধুয়ে আমাদের হেঙ্গারে ছড়ায়। এখন হয়ত তারা যখন কাপড় ধুয়েছিল তখন বাথরুমের সেই জায়গায় ঝুলিয়ে রাখতে পারে বা বালতিতেও রাখতে পারে। পরে যখন হেঙ্গারে দেয় তখন আমার খেয়াল হয়, আমি ভাবি পরে আমি হেঙ্গার গুলো ধুয়ে নেবো। এদিকে পরেরদিন তাদের কাপড় শুকিয়ে যাওয়ার পর আমাদের ধোয়া/ভিজা কাপড় সেই হেঙ্গারগুলোতে ছড়িয়ে দেওয়া হয়। এখন আমার খেয়ালও নাই কোন কোন হেঙ্গার, এক্ষেত্রে আমাদের কাপড়গুলো আবার ধোয়া তো মুশকিল, এখন আমি কি আমাদের কাপড়গুলো পাকই ধরবো? আর হেঙ্গারগুলো কি ধুবো? যেহেতু তাদের ভিজা কাপড় ছিল আর তারা বাথরুমের সেই জায়গায় ঝুলিয়েও রাখতে পারে যেখানে আগে ভিজা নাপাক কাপড় ছিল। আর হেঙ্গারগুলোতে পরে আমাদের ভেজা ধোয়া কাপড় ছড়ানো হয়। (যদিও নাপাকির কোন গন্ধ বা রঙ আসবে না)
এতটুকু ছিল আমার আগের প্রশ্ন, আমি উত্তর পেয়েছি যে *আমি নিশ্চিত হলে বা গন্ধ বা চিহ্ন পেলে প্রচণ্ড সন্দেহবশত আবার কাপড়গুলো দিয়ে নিতে।* আমি নিশ্চিত অনেকটা কিন্তু কোন চিহ্ন বা গন্ধ নেই কাপড় বা হেঙ্গারে। আর তাদের কাপড় ছিল ৪/৫ টা, আর আমাদের কাপড় ২০/২৫ টার মতো, সবগুলো ধোয়া তো সম্ভব না আর আমি জানিও না কোন কোন কাপড়। এদিকে ঘরের সবার কাপড়, আমার আর আম্মু অতিষ্ট হয়ে গেছে আমাকে নিয়ে। এবার কিছু বলার সাহসও নেই কি করবো.. আর নাপাক জায়গাটা নাপাকও হয়েছিল আমার ভুলের কারণেই, আমি ধুয়ে আসলেই সারতো। আম্মু অলরেডি মানা করেছে যে আর ধুবে না, আমি যেহেতু বলে দিছি এবার তাদের ইচ্ছা, এখনো কি আমি গুনাহগার হবো? আর সেখানে থাকা শুধু আমার কাপড় গুলো আমি আবার ধুয়ে নিলে হবে? সামনের বার কাপড় ধোয়ার আগে ইনশাআল্লাহ আমি হেঙ্গার গুলো ধুয়ে নিবো কি?
জাযাকাল্লাহু খাইরান।