১.চিকিৎসার জন্য কি যাকাত থেকে টাকা দেয়া যাবে? সম্ভবত উনাদের টাকার সমস্যা আছে , নাহলে অনলাইনে সাহায্য চাইতো না।
২. উনার দুটা কিদনি নষ্ট হয়ে গিয়েছে ,উনি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার ভাই, উনার বোন উনাকে একটা কিউনি দিবে বলছেন, এখন আমাদের বিভাগ থেকে স্যারা টাকা তুলতেছেন যাতে করে চিকিৎসার যতটা সম্ভব টাকা তুলে দিতে পারে।এখন আমি চাচ্ছি আমাদের যাকাতের টাকা থেকে ঐখানে দান করতে। এইটা কি সম্ভব ??
আমাকে কালকের মধ্যে জানালে ভালো হয়। খুবই দরকারি... ধন্যবাদ