আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামু আলাইকুম।।আজকে ভোর রাতে সপ্নে দেখেছি আমি ও আমার সামি কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম।সেটা সরকারভাবে আরমি দিয়ে ঘেরাও দেয়া কোন জায়গায়।আমাদের পাশের রুমেই মুফতি মেনক কে দেখলাম।কিন্তু সেখানে যাওয়ার পর সামি আমাকে ঘরে একা দরজা বন্ধ করে রেখে নিজেই সব যায়গায় ঘুরাফিরা ও কেনাকাটা করছিল।রুপার জিনিস কিনেছে তার নিজের জন্য।এক পর‍যায়ে মাথা গরম হওয়ায় আমি তাকে তিন তালাক দিয়েছি।১তালাক ২ তালাক ৩ তালাক এভাবে করে।এটার পরে সে ১বার বুঝালনোর চেশটা করছিল রাগ না করতে তারপর আবার আমি সেইম্ভাবে তালাক দিয়েছি।এর কিছুক্ষণ পরেই দেখি আমি বাথরুম,,রুমের দরজা,,বাইরের দরজা যাই খুলতেছি বের হ্ব্যার জন্য ঘর থেকে সব যায়গায় আমার লাশ পরে আছে।মুখে রক্ত,চোখ খোলা আর বাথ্রুম পুরা ময়লার ভরপুর।।এই সবকিসু স্পনেই হইছে



এখন যেহেতু সপ্নে তালাক দিয়েছি সেটা কি হয়ে যাবে??

আর আমার এই রকম স্পনের মানে কি??আমি প্রায় ই নোংরা ময়লা ভরতি বাথরুম দেখি স্পনে।।যেটা সজাল্গ হওয়ার পরেও মআথায় থাকে।।

1 Answer

0 votes
by (680,910 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ عَنْ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنْ الصَّغِيرِ حَتَّى يَكْبَرَ وَعَنْ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ أَوْ يُفِيقَ قَالَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ وَعَنْ الْمُبْتَلَى حَتَّى يَبْرَأَ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছেঃ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়। অধস্তন রাবী আবূ বকর (রহ.)-এর বর্ণনায় আছেঃ বেহুঁশ ব্যক্তি যতক্ষণ না সে হুঁশ ফিরে পায়।(নাসায়ী ৩৪৩২, আবূ দাউদ ৪৩৯৮, আহমাদ ২৪১৭৩, ২৪১৮২, ২৪৫৯০, দারেমী ২২৯৬, ইরওয়াহ ২৯৭, মিশকাত ৩২৮৭-৩২৮৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নের তালাক কার্যকর হবে না। নিজেকে স্বপ্নে মৃত দেখার অর্থ হল, অতীত জীবন পরিবর্তন হওয়া। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...