আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহ,
বিবাহ যোগ্য পাত্রী যদি এতিম হয়। অভিভাবক বলতে এক বড় বোন আর এক মামা। কিন্তু, মামা মেয়ের বিয়ের ব্যাপারে বা কোনো কিছুতেই আগ্রহ রাখেনা।
এমতাবস্থায় মেয়ে যদি বিয়ের প্রস্তাব পায় ছেলের বাসায় তার পরিবারের উপস্থিতিতে বিয়ে করার কিন্তু মামা না আসেন আর বড় বোন বিয়েতে রাজি থাকলেও দূরে থাকার কারণে আসতে না পারে।
এমতাবস্থায়, মেয়ে যদি সবার মৌখিক সম্মতিক্রমে এভাবে বিয়ে করতে যায় তাহলে কি বিয়ে হবে?
বিয়েতে নাকি মেয়েদের মাহরাম অভিভাবকদের উপস্থিতি ছাড়া বিয়ে হয়না?