আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
86 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (6 points)
জনৈক বৃদ্ধা ভদ্রমহিলা তামাত্তু হজের পরে মক্কায় অবস্থান কালে একদিন যোহর সালাতের আগে একজন মৃত আত্মীয়ার পক্ষে স্বেচ্ছায় বদলি উমরাহ আদায় করেন। কিন্তু হোটেলে ফিরে ভুলবশতঃ চুল কাটতে ভুলে যান, মাগরিবের সালাতে যাওয়ার পথে বিষয়টি তার স্মরণ হয়। এক্ষেত্রে "স্মরণ হওয়া মাত্র তাৎক্ষণিক চুল কাটানো" এর মাসয়ালা জানা না থাকায় ঐ অবস্থায় মসজিদে চলে যান এবং মাগরিবের সালাতের পরে হোটেলে ফিরে চুল কাটেন। দুঃখজনকভাবে, এর মধ্যে তিনি উক্ত দিনের বেলায় গোসলখানায় গন্ধযুক্ত সাবান ব্যবহার করেছেন এবং নিকাব ব্যবহার করেছেন। এখন কি এই ভুলের জন্য কোন দম আবশ্যক হবে? যদি হয়, তাহলে তা কি প্রকারের হতে হবে?

1 Answer

0 votes
by (674,490 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হজ্ব বা উমরাহে একাধিক ওয়াজিব তরক হলে, একাধিক দম ওয়াজিব হবে। তবে একই ওয়াজিব বারংবার হলে তরক হলে একটি দমই যথেষ্ট হবে। সুতরাং চুল কর্তন না করা এবং সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করা ও নিকাব ব্যবহার করার দরুণ পৃথক তিনটি দম বা বকরি কুরবানি ওয়াজিব হবে। এক বৎসর বয়সের একটি করে সর্বমোট তিনটি বকরি কুরবানি ওয়াজিব হবে।

لما في غنیۃ الناسک:
"وفي الکبیر: إذا حلقد القارن قبیل الذبح وأخر إراقة الدم عن أیام النحر أیضًا ینبغي أن یجب علیه ثلاثة دم، دم لحلقه قبل الذبح ودم لتاخیر الذبح عن أیام ودم للقران أو للتمتع". (غنیة الناسك ص: 50)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
আসসালামু আলাইকুম শাইখ। শেষ লাইনটা বুঝিনি। তিনটি পৃথক বকরি কুরবানি দিতে হবে নাকি একটি মাত্র বকরি কুরবানি দিলেই চলবে?
by (674,490 points)
তিনটি বকরি ওয়াজিব হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...