আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
গতকাল স্বপ্নে দেখি যে,,আমার আব্বু আম্মুর দুইজনের প্লেটে রোস্ট পোলাও। আমি দাঁড়িয়ে দেখতেসি।সেগুলো থেকে খুব সুন্দর সুঘ্রান বের হচ্ছে। আব্বু এসে দেখে খুব খুশি হয়ে সেগুলো অত্যন্ত তৃপ্তি সহকারে খাচ্ছেন। আরও দেখি যে,, কলিজা(মুরগির/গরুর) রান্না করা। সেটা আমি আমাদের বাসার পাশের দুই প্রতিবেশির বাসায় দিতে যাচ্ছি।এর কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন উস্তাদ।