আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) জামা তে পিরিয়ড এর একটু ব্লাড লেগেছিল সেটা আমি ধোঁয়ার সময় দেখতে পাইনি। এমনিতে পুরোটা কাপড় সাবান দিয়ে ধুয়েছি কিন্তু ওইটুকুতে আলাদা করে সাবান দিয়ে ঘষে ধুইনি তখন ব্লাডের দাগ চোখে পড়েনি। এখন এই জামা পরিধান করার পর চোখে পড়ে। তো আমি তো গোসলের পর অনেক কাপড়, জিনিসপত্র ধরেছি। এমতাবস্থায় সব জিনিসপত্র কি নাপাক হয়ে গেছে?
২) কেউ কারও অনুপস্থিতিতে বলে যে অমুক ব্যক্তিকে আমার সালাম দিও। এভাবে কেউ কাউকে সালাম দিলে উত্তরে সালামের জবাব টা কিভাবে দিবে?
৩) হুরমত মুসাহারাত নিয়ে প্রশ্ন ছিল
পূর্বে ঘটে যাওয়া একটা ঘটনা সেখানে সন্দেহ হয় যে হুরমত সাব্যস্ত হয়েছে কি হয়নি এমতাবস্থায় কি করনীয়? সেটা একবার সত্যি বলে মনে হয় আবার মনে হয় যে হয় নি।দোটানার মধ্য দিয়ে যাচ্ছি। এখন এটা কে যদি ওয়াসওয়াসা ভেবে পাত্তা না দেই কিন্তু এটা যদি সত্যি সত্যি ঘটে থাকে তাহলে কি মৃত্যুর আগ পর্যন্ত জিনাকারি হয়ে থাকবো?