আসসালামু আলাইকুম হুজুর। আমার স্বামী রেগে গেলে কখনো কখনো আমার সাথে খুব বাজে ভাবে কথা বলে। ভুল বুঝে।,,, সবচেয়ে বেশি এমন কথা বলে, যেমন : " আমি ভুল করে ফেলেছি,,তাড়াহুড়ো করে ফেলেছি,,,আমি কত ভালো মেয়ে পেতাম,,তুমি আসলে ভালো না,,,হাজার জন পড়ে আছে বিয়ে করার জন্য,,আমি লেস কম্পিটেন্ট একজন কে বিয়ে করেছি,৷,, তুমি নিজের দিকে তাকাও,,,,,কি আছে তোমার,,,আরও কত কি পড়ে মাথা ঠান্ডা হলে বলে মন থেকে বলে নাই। বা কখনো কখনো এমনি তেই স্বাভাবিক হয়,,, আমি মনে রাখি না,,,কিন্তু এই পর্যন্ত কতবার যে এসব কথা শুনেছি,,,হিসেব নেই,,,নিজের স্বামী এভাবে বললে কেমন লাগবে কতটা খারাপ লাগবে,,,ভুলে গেলেও যখন মনে পড়ে খুব খারাপ লাগে,, এমন অবস্থায় আমি কি করতে পারি আমায় অনুগ্রহ করে জানাবেন হুজুর।